আলেক কথা- ১২ (বারো)।
আলেকের দিনগুলি কাটছে কর্ম-বিমূখ হয়ে; কর্ম থেকে অনেক দূরে; কর্মের আনন্দ থেকে বিষন্নতা ধীরে ধীরে একজন অকেজো অথচ সবার মধ্যেই কর্ম-চাঞ্চলতা উন্নত ভবিষতের যাত্রী। নানান আনন্দ, নানান আয়োজনে অংশগ্রহনে তারা ভরপূর।
গত তিনটা দিন ধরে কর্ম-শূণ্য দিন অতিবাহিত করে আলেক প্রায় দিক-ভ্রান্ত। প্রচুর লেখা পড়ার মধ্য দিয়ে উন্নত পথে পা রাখার একটি প্রচেষ্টাও বিদ্যামান ছিল, চর্চাও করেছে কয়েক-দিন কিন্তু হঠাৎ করেই থেমে যাওয়া।
আলেকর যেন কোথাও কেউ নেই জগতের একজন, শরীর ভবিষৎ দৈনন্দিন চলাচল এই সব নিয়ে ভয়াবহ ভীত, সাহসিকতার কোন লক্ষন বলতে কিছু নেই, শুধু নেতিবাচক আর এড়িয়ে থাকার প্রবণতা। সারা ক্ষণই একটি তন্দ্রা ভাব খুব দৃশ্যমান।
সকলের মধ্যে নেতৃত্বের চেতনা আর কর্মরে মধ্য থেকে আনন্দ ধারা বের করে আনাই আর কর্মের সাথে নিজেদের মিশিয়ে রেখেছে তারা অথচ বিরাট সুযোগের সমারহো থাকার পরও ব্যর্থ মানুষের সারিতে।
তারিখঃ সেপ্টম্বর ২৯, ২০২২
রেটিং করুনঃ ,