আলেক কথা-পর্ব-২৮ (চব্বিশ)
ভালো ভাবেই চলছিল আলেকের দিনগুলি খুঁজে পেতে শুরু করেছিল অনেক আশার দিন , কর্মের মধ্যে ডুবেছিল একটি আলো দেখতে পাচ্ছিল বেশ জীবনকে নিয়ে। কিন্তু জুলাই ২৪ এর ছাত্র জনতা বিপ্লবের মাত্রা যখন বেগবান হচ্ছিল তখন আলেকও বেশ ঝুঁকে পড়ছিল আন্দোলনের গতি প্রকৃতির উপর। সংবাদ সংগ্রহ নানান ভাবনায় নিজেকে আচ্ছন্ন করে ফেলেছিল।
জুলাই ১৮ তারিখে যখন সৈয়দপুরে তখন আন্দোলনের মাত্রা চরমে রাতে ঢাকায় ফিরে নিজেই হতভম্ব, ভাবতেই পারে নি এতো কিছু ঘটে গেছে রাজধানীতে।
অনেকটা সৌভাগ্যের উপর ভর করে এক বিপদ সঙ্কল অবস্থার মধ্য দিয়ে নিজ বাসায় ফিরে আসা।
চরম অস্থিরতা, হাসিনার পালিয়ে যাওয়া পোষাক ক্ষেত্রে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে ধরে নিচ্ছিলাম এই খাত আর টিকে থাকবে না সেই সাথে নিজেরও প্রস্থান এই সব ভাবনা থেকে নিজেই হারিয়ে যেতে থাকলাম । নেতিবাচক ঘিরে ধরলো। সকল কর্ম-কান্ড থেকে অনেক দূরে সরে আসলাম। নিজের মধ্যে কোন তৎপরতা নেই কাজের সাথে জড়াতে। অথচ সকলই যেন কর্মের প্রতি প্রবল আগ্রহী যেন কাজ পাগল সকলে শুধু মাত্র ব্যতিক্রম একজনই।
সকল কিছু থেকে এড়িয়ে চলা, কর্ম-বিমুখ একজন। পোষাক ক্ষেত্রে না যাওয়াই হলো বড় কাল। অথচ যাওয়ার সুযোগ ছিল অনেক। সব পক্ষ্যের সাথে যোগাযোগ পুরাটাই বন্দ একই ভাবে পরিআরের সাথে।
আবারো চরম এক অনিশ্চয়তায় ভর করে সময় অতিক্রম হচ্ছে শুধু মাত্র সময়ই অপচয় হচ্ছে। একটি মাত্র পথ খোলা যদি বর্তমান ধারাকে পুরোপুরি উল্টিয়ে দেওয়া যায়!
পরিকল্পনায় থাকে আছে কিন্তু বাস্তবে শুধু শূণ্য।
তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪
রেটিং করুনঃ ,