আলেক কথা-পর্ব-২৮ (আটাশ)
বেশ ভালোই অগ্রগতি হচ্ছিল নিয়মিত শেখা চর্চার মধ্য দিয়ে আর চর্চা করতে গিয়ে দেখলো বিশ্ব এখন তরুণ্যের দখলে অনেক এগিয়েছে তারা তাদের কাছ থেকে সব কিছু শেখার দিন, জানার দিন, অনুসরণ করলে তাদেরকেই করতে হবে।
আলেক অচল সময়ে থেকে নিজেকে অচল করেই রেখেছে এতোদিন।
ভার্সিটির ক্লাশ নমুনা দেখছে কদিন ধরে সব কিছুই তার কাছে বিশ্ময় প্রযুক্তি গত; উপস্থানায়, সমৃদ্ধ জ্ঞানে তারা পরিপূর্ণ ভয়হীন তারা শুধুই এগিয়ে যাওয়ার যাত্রি। ভিডিও ক্লাশে অংশ নিয়ে তার জীবনের সকল চিন্তা ধারা যেন হঠাৎ করে পাল্টিয়ে গেল।
নতুন প্রজন্ম যেন তার কাছে এক অবাক বিশ্ময় হয়ে দাঁড়ালো যদিও কিছু ধারণা ছিল আগে থেকে কিন্তুু ইদানিং সে এক ধরণের হতাশায় – এগিয়ে কি আর যাওয়া যাবে ! হাজার প্রচেষ্টা্ যদি বজায় থাকে।
নিয়মিত চর্চায় ইংরেজীতে একটি ভালো দখল নিয়েছে সাথে বাড়ছে জ্ঞানের পরিধীও কিন্তু প্রশ্ন একটাই এতোদিন কোথায় ছিল আলেক! আসলই তো সে কাটিয়েছে বন্দীদশায় দিন অথবা করেছে শুধু সময়ের ক্ষয়।
অবাক হলো আজ অনেক তীব্র ধারায় যখন আলেক বুঝতে পারলো তারাই আজ তার শিক্ষক যাদের বয়স অনেক নবীন এমন কি সাতাশের নিচে তবে আলেক কি ভাবে পিছিয়ে পড়ছে জীবনের প্রতিটা বছরে আর এই ভাবে বাড়িয়েছে বছরের পর বছর শুধু ভারযুক্ত বছর।
নতুন প্রজন্মের একজন যে কিনা বর্ণিলা সকল সময়ে কাটে আলেক চোখের সামনে, সন্ধান পায় সকল চলাচলের। অনুসরণ করতে চায় প্রতিটি পথের ছাপ কিন্তু আলেকর সেই সেই পিছয়ে পড়া থেকে আর এগিয়ে চলা হয় না।
নতুন প্রজন্মদের মনে হয় সকল কিছু শিখে তারা এসেছে এই কর্ম-ক্ষত্রে কিছুই যেন তাদেরকে শেখানোর কিছু নেই তাদের শুধু উপরে উঠার দিন সাফল্য ধরার দিন।
আলেকের যাত্রা আবারো এগারো তম ক্লাশ থেকে শুরু হোক; তারপর এগিয়ে যাক সকল নতুন প্রজন্মের দেখানো পথ ধরে আর যদি মিলে কিছুটা হলেও সাফল্য, কিছুটা আলো, ভয়হীণ ভাবে এগিয়ে চলার শক্তি।
তারিখ: অক্টোবর ২৮, ২০২৪
রেটিং করুনঃ ,