আলেক কথা-পর্ব-২৭ (সাতাশ)
একটি নিয়মিত চর্চা বিশেষ করে জ্ঞানার্জনের ক্ষেত্রে আলেক বেশ দৃঢ় ভাবে যাত্রা চালিয়ে যাচ্ছে কিছু না হোক মন থেকে ভয়ের বিদায় ঘটছে বেশ ঘটা করে; যদিও কেউ এখনো কোন মন্তব্য করে নি; ভাষা চর্চা, লেখার গতিতে এক ধরণের সাফল্য দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে এখনো ভালো বা স্থায়ি কোন কাজের ব্যবস্থা করতে পারে নি; এড়িয়ে চলার একটি প্রবণতা বেশ বিদ্যামান।
বেশি সময় ব্যয়িত হচ্ছে নানান চর্চায় কি ভাবে নিজেকে দক্ষ করা যায়! কাজের গন্ডির বাইরে থেকে তবে তা যে বড় ধরণের একটি ফাঁকি বাজি আলেকের কাছে বেশ ষ্পষ্ট। তারপরও নির্ভিক থাকায় বড় লাভ; নিয়মিত চর্চায় যে বড় ধরণের উন্নতি এটি বেশ প্রমাণিত। বিশেষ করে যেখানে পৃথিবী প্রতি নিয়ত পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের ধারাটিকে ধরে রাখাটাই বড় কথা। যারা ধরে রাখতে পারছে তারাই তরতর করে উপরে উঠে যাচ্ছে।
আলেক বেশ বিশ্বাসী যে তারা চারপাশে যে আধুনিক আর মেধাবীদের রাজত্ব যেখানে সে বড় অসহায় আর কোণঠাষা। পড়াশুনা লেখা জ্ঞান চর্চা এইসবকে সে ধরে রেখেছে বিদেশ ভ্রমণের যে প্রজেক্ট এটাকে বড় প্রধান্য দেওয়াতে তার মন বেশ প্রশারিত হচ্ছে সাথে স্বাস্থ্য নানান বিষয়ে নজর নাখার মধ্য দিয়ে নিজেকে একজন প্রতিযোগিতও তৈরী করতে পারছে।
বহুদিন পিছিয়ে থেকে অধিক দ্রুত গতিতে ক্ষতি পূরণ করার একটি প্রবণতা আলেকের মধ্যে বেশ বিদ্যামান আর এটাই তাকে এগিয়ে নিতে বড় সাহায্য করছে আলেক পারবে তার সকল প্রতিবন্ধকতাগুলি দূর করতেঅ পারবে সে সফলতার মুখ দেখতে।
ঘরেই বাইরে বেশি থাকার ভ্রমণ মানুষের সাথে যোগাযোগ যদি সে বাড়াতে পারতো তবে সে তরতর করে এগিয়ে যেতই। আলেক বারবার বুঝার চেষ্টা করছে যে নতুন যে বাটন চালু করে পুরাতন জীবনকে পাল্টিয়ে কাংখিত নতুন জীবন চালু করার যেটা সে কতটুকু করতে পেরেছে। কতটুকু সাহসি হতে পরেছে কতটুকু ঝুঁকি নিতে পেরেছে। ফলাফলগুলি খুব দ্রুতই পাওয়া যাবে !
স্মৃতি ভান্ডার কতটুকু সমৃদ্ধ হলো তবে আলেকের মন হয় মনে রাখার ক্ষেত্রে একটি সাফল্য আসছে আর ভুলে যাওয়ার প্রবণতা কমে আসছে।
আলেকের ধারণা নতুন প্রজন্মের মধ্য সহজজাত মেধা বা মেধার বিকাশ খুব সাবলিল ধারায় কিন্তু আলেকের বেলায় তা বড় দুঃস্কর, শুধু পেয়েছে শুধু বাঁধার সন্ধান। তবে এটি সত্য যে আলেক কখনো স্থির চিত্তে ধর্য্য ধরে কোন কাজ করতে পারে নি বলেই তার এগিয়ে যাওয়া হয় নি একটি ভয় সব সময় তাকে তাড়া করে বেড়িয়েছে। শুধু পেরেছে সমস্যা জিয়িয়ে রাখতে। আর সেখান থেকে শুরু হয়েছে শুধু পিছিয়ে পড়ার মহড়া।
আলেক এগিয়ে যাবে সেই আলেকজন্ডারের মতই এটাই এখন তার লক্ষ্য।
তারিখঃ অক্টোবর ২১, ২০২৪
রেটিং করুনঃ ,