আলেক কথা-পর্ব-২৬ (ছাব্বিশ)
আলেকের যে প্রত্যয় ছিল সে মিথ্যা প্রমাণ করেই ছাড়বে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর ক্রমাগত জ্ঞানার্জনেও সাফল্য আসে না। তার এই তত্বে আলেক পরিবর্তন আনার চেষ্টায় মত্ত অর্থাৎ এটি প্রতিয়মান হচ্ছে যে সে নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে সংখ্যার দিক দিয়ে একদিনে তা বেশ স্পষ্ট। জড়তা কমতে শুরু করেছে বাড়তে শুরু করেছে সাহসের। আগে যা না সূচক দিয়ে বেষ্টনি দিত আজ তা হ্যা এর দিকে অবাধ প্রবাহ।
চর্চা চলছে কল্যানময়ের দিকে পরিকল্পনায় জন সংযোগ প্রথম ভাগে থাকলেও চব্বিশ ঘন্টার মাথায় তা তেমন দৃশ্যমান হয়ে উঠে নি।
পড়া চর্চা শুনা চর্চা আর ভাষার দিকে প্রবল আকর্ষণ, মস্তিককে কী ভাবে সমৃদ্ধ করা যায় সেখানে ব্যয় হচ্ছে বেশি সময়। ভান্ডারে উন্নত ভাবনার সমাহার সেই সাথে নানান বৈচিত্রময়তা। লেখা কাঠামোকে সমৃদ্ধ করা আর গতি বাড়াতে বেশ তৎপরতা দৃশ্যমান; ধারাবাহিকতা যদি বজায় থাকে তবে দৃশ্যমান সাফল্য হাতে ধরা দিবেই যেমন করে অনেকেই সফল হয়েছে যেখানে আলেকেরও বাদ ধাকার কথা নয়।
নিয়মিত পর্যবেক্ষণ সাথে চর্চা চালিয়ে যেতে পারলেই আলেক আলোকিত সকল ভয় ঠাঁই নিয়েছে বহু দূরে আর কাছে আসতে শুরু করে বাঁধাহিন এক উচ্ছ্বাস জীবন। ধারাবাহিকতা ঠিক থাকলে জীবন সহজ হতে বাধ্য আর পরিশ্রম হবে সব চেয়ে একটি প্রিয় বিষয় সাথে উন্নত স্মৃতি ভান্ডার।
আজ মনে হয় আলেক জীবনের জন্য একটি নতুন বাটন বা চাবি সেট করতে যাচ্ছে যা দিয়ে জীবনকে পরির্বতন করতে পাবে; আগের সকল ধ্যান ধারনা চিন্তাকে বিপরীত করে দিয়ে সামনের একটি পথ ধরে চলবে যেখানে আছে তার কাংখিত সাফল্য।
তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪
রেটিং করুনঃ ,