আলেক কথা-পর্ব-২১ (একুশ)
বাসায় সু. এর আগমন পরিবারে সংলাপ কী ভাবে . কে সমাধান দেওয়া যায় যাতে করে বা. ঢাকায় থেকে লেখা পড়া করতে পারে কিছুতেই সে দেশে ফিরে যাবে না . কে সাহায্য করলেও তাকে যে কোন অবস্থায় কর্মে যুক্ত থাকতে হবে হয় নিন্ম বেতনে অথবা নিন্ম পদে থাকা-খাওয়ার ব্যবস্থা ঢাকা থেকে হয়ে যাবে কিন্তু হাত খরচের জন্য . কে কাজ করতে হবে।
আরো হতাশা যুক্ত হলো আবার কি ভাবে প্রচন্ড ঠান্ডা আর গরমে চলাচল করব আর আর কি ভিবে নিজেকে মানিয়ে নিব এই সবের মধ্যে নিজে আরও অসহায় হয়ে পড়লাম – ঐ শুধু একটা পথের কথাই মনের মধ্যে ঘোর পাক খাচ্ছে।
পরিবারও নিশ্চিত হয়ে পড়েছে . কর্মহীন আর একটা মাস হয় তো আছে – শা. কে অযথাই নানান টেনশনে ফেলে দিয়ে তাকে শারিরিক ভাবে দূর্বল হয়ে পড়ছে তবুও তার মধ্যে বেশ সাহস। নিজেদের অবস্থার কথা ভেবে তারাও ব্যয় সংকোচনের দিকে দিন পার করছে। সৌখিন থেকে তারাও নিজেদের গুটিয়ে ফেলেছে।
ধান থেকে ত্রুমাগত নির্দেশ ঢাকায় থাকতে হবে প্রয়োজনে ধানে যেখানে রুম বরাদ্দ আছে। কিন্তু নিজের হিসাবে নানান গন্ডগোল নানান দিধা-দ্বন্দ্ব!
তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩
ঠিক একটি বছর পরে জীবন অনেকটাই স্বাভাবিক ধারায়, শারিরিক ও মানবিক প্রবাহে; দেশ-বাড়ির উৎস থেকে এসেছে আপাতত: কোরের অধিক; আরো প্রয়োজন টানাটানিতে সমাপ্তি হবে ঢাকার একটি ঠিকানার।
বিদেশ ভূমিতে যাওয়ার একটি প্রবণতা কাজ করছে কিছু প্রস্তুতিও চলছে ভাষা ও মানব যোগাযোগে। কারখানা ভ্রমণের ভীতি কেটেছে যদিও মনের কষ্টের ছাপ থাকে সেখানে যেতে।
ধানমন্ডিতে যাতায়ত শুরুর মধ্য দিয়ে মেলামেশা বেড়েছে বেড়েছে বাইরের দিকে দৃষ্টি।
নানান ভীতি কেটেছে আরো ব্যক্তিত্ব বাড়বে এই আশায় এখন————
তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪
রেটিং করুনঃ ,