আলেক কথা-পর্ব-২৩ (তেইশ)
“মাস পেড়িয়ে বছর, আলেক কেবল পিছনের দিকে, সব সূচক নিন্ম-মূখি। তার প্রশ্ন উর্ধ্ব-সূচক বলে কি কিছুই নেই জীবনে তা হলে পৃথিবীর অনেক মানুষ কী ভাবে তরতর করে উপরের ধাপের পর উপরে উঠে যাচ্ছে। হোক না আলেক একা।
পরাজয়ের ভয়টি সে কাটাতে পারে নি, পারে নি সে তার ব্যর্থতাকে মেনে নিতে বি বা ডি যে তাকে ঘিরে ধরেছে তা তার কাছে ষ্পষ্ট। তবে বি বা ডি থেকে পরিত্রাণ পেলে আলেক জীবনকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারতো আর এটি ছাড়া আলেকের কাছে আর কোর বিকল্প নেই। ভয় হীন উন্নত চিত্ত আর পরিশ্রম। ”
কথাগুলি দুই বছর আগের (তারিখঃ জুন ০৫, ২০২২) আর এখন আলেক কেবল পিছনের দিকে নয় সামনে চলতে শুরু করেছে, সূচক গুলি এখন উর্ধ্ব-মুখি এটাই ছিল আলেকের প্রধান স্বপ্ন আর তা এখন প্রবল বেগে বাস্তবায়নের পথে। বন্ধ থাকা দুয়ারগুলি এখন ক্রমেই খুলে যাচ্ছে প্রবেশ করছে আলো আর নিজে হচ্ছে আলোকিত। বিষন্নতা এখন উধাও। জীবন নিয়ে চিন্তাহিন আর তা হচ্ছে পারিবারিক শক্তি থেকে। মনে এখন আবারো সেই সেই পুরাতন দিনের রঙিন অনুভূতি, নানান উন্নত আশায় ঘর বাধা, চকচকে ঝক ঝকে সব কিছু।
মনের কোণে সাহসিকতা ভর করছে আর দূর হয়ে যাচ্ছে সকল ভয় ভীতি আর দুঃভাবনা। আবারো নতুন করে তৈরী হচ্ছে উন্নত কল্পনার জগৎ। চিন্তাহীন জীবনের এক পরিপূণ স্বাধ যেন সারা শরীর মন জুড়ে এখন আর কে বাধা দেয় ! মুক্ত আর স্বাধীন। দ্রুত কর্ম সমাপ্ত করার একজন যা ছিল আয়ত্বের বাইরে সেই বেড়েই চলেছে মনে রাখার শক্তি বা স্মৃতি শক্তি।।
চলুক দিনগুলি এই ভাবেই সেই সাথে ফিরে আসুক লেখার নিয়মিত লেখার ভালো বক্তার মূল্যবান কথা শুনার প্রবণতা সেই সাথে যুক্ত হয় আধুনিক প্রযুক্তির সাথে, প্রযুক্তির একজন সফল অংশিদার।
তারিখঃ জুন ০৭, ২০২৪
রেটিং করুনঃ ,