আলেক কথা-পর্ব-২০ (বিশ)
জীবনের সকল দরজা বন্দের আর বের হওয়া কোন সুযোগ নেই এই ধারণায় বন্দী এখন আলেক বিশেষ করে কর্ম-ক্ষেত্রকে কেন্দ্র করে। ক্রমাগত ভাবে নিজের অযোগ্যতা প্রমাণ হচ্ছে সেই সাথে আলেকে নানান দূর্বলতা যেন প্রকট। এমন ধারণায় আলেক বন্দী যে সকলেই ধরে নিয়েছে বিশেষ করে তার পরিবার কর্ম-ক্ষেত্রে আলেক আর নেই। প্রচারও রটেছে ব্যাপক ভাবে পরিবারের সকল প্রান্তে যে সে কর্মহীন। সকলের কঠিন সমবেদনা প্রকাশ আর নিজের অসাহায়ত্বের মধ্যে থেকে আলেকের মাথায় কেবল পালিয়ে হাওয়া হওয়ার কঠিন এক চিন্তায় বিভোর। অথবা দেশে ফিরে গেলে গরমে কোন পোষাকে সকল সময় ঘরে লুকিয়ে কী ভাবে দিন কাটাবে এই সবের মধ্যে ঘোরপাক খাওয়া।
কর্ম-ক্ষমতা লোপ পেতে পেতে এমন অবস্থা যে কোন সংখ্যা, নাম কিছুই মনে থাকে না। কঠিন দূবর্লতা ঘিরে বসেছে যেখানে বাসায় সময় কাছে শুয়ে আবচ্ছা ঘুমে আর কর্ম-ক্ষেত্রে ঘুম ঘোরে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায় না বিশেষ করে নিজ ডেক্সে আর কোন মিটিং হলে কোন কথাই নেই যেখানে এক ঝলক ঘুমিয়ে নেওয়া – বেমন এক কঠিন যন্ত্রনা জীবনে আর কখনই মোকাবেলা করি নাই।
শিক্ষণীয় কোন কিছু থেকে অনেক দূরে দুঃচিন্তার এক কঠিন বলয়ে আবদ্ধ, শুধু শূণ্যতা আর হাহাকার। ছোট্ট পরিবার থেকে বিচ্ছন্ন হয়ে যাচ্ছি সেই সাথে তাদেরকেও ফেলে দিচ্ছি কঠিন অসাহায়ত্বের মধ্যে। আলেকজান্ডারের সংক্ষিপ্ত রূপ এর আলেক আজ সকল দিক দিয়ে ব্যর্থ সারাক্ষণ এই বার্তা তার মাথায় ঝোর পাক খায়।
জন-সম্মুক্ষে আলেক কোন কথা বলার শক্তিই রাখে না, চার পাশ থেকে নানান মন্তব্য, জোরে আরো জোড়ে বলতে হবে, কিছুই তো বলতে পারছে না, নিজের অর্জন থেকে বলুন । সভা সমাপ্তির পরে পরাজিত এক সৈনিকের মত পালিয়ে আসলাম দূর কর্ম ক্ষেত্র থেকে।
দূর এলাকার কর্ম ক্ষেত্রে যাওয়া অ-প্রত্যক্ষ প্রক্রিয়া শুরু হয়েছে আবার পরক্ষনে তা বিফল হলো তবে আজ বা দুই মাস পরে দূর এলাকার কর্ম ক্ষেত্রে যে ঠিকানা হবে এটি প্রায় নিশ্চত কিন্তু শারিরীক বিবেচনা সেখানে আলেকের জন্য উপযুক্ত হবে না। তাই অর্থ অর্জন হীন আলেকের জীবন প্রনালী কেমন হবে এইসব নিয়ে নিজেকে সমাপ্তী ঘোষনার কথা মাথায় ঘোক পাক খাচ্ছে। অন্ধকার থেকে যে আর আলো আসবে না এটাই আলেকের বিশ্বাস। সব যেন থেমে গিয়েছে ঘর আর সাময়িক কর্ম ক্ষেত্রে যাওয়া আসার বৃত্তে ঘর্ণায়িত আর হাসি মুখ হীন হতাশায় নিমজ্জিত আলেকজান্ডারের সংক্ষিপ্ত রূপ এর আলেক আজ ।
তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩
রেটিং করুনঃ ,