আলেক কথা-পর্ব-১৯ (উনিশ)
শীততাপ কর্ম-ক্ষেত্র না থেকে একটানা ৭ দিন ৩০ কিমি দূরে অবস্থানের নির্দেশনা এমনটায় চরমভাবে হতাশ হয়ে পড়ল আলেকজান্ডারের সংক্ষিপ্ত রূপ আলেক আজ কত ক্ষুদ্র অথচ আলেকজান্ডারের সাহসিকতায় চলতে চেয়েছিল।
২য় প্রকাশ্যে জানান দিল আলেক লুকায়িত একজন কোন আশা করা যায় না বরং ভালো একজন তার জায়গায় বসানো প্রয়োজন। আলেক যে আর কর্ম-ক্ষেত্র সীমানায় নেই তা দিবালোকের মত স্বচ্ছ্ব হলো।
কর্ম-ক্ষেত্রের আর্থিক ক্ষতির দায় সবই যেন আলেকের সবাই ধরিয়ে দিবে তার ক্রটি সমুহ – এই ভয়ে শধু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা।
অসাহায়ের মত শুধু ঘরের মানুষের কাছে শুধু একই কথা সবই শেষ দীর্ঘ দিনের বসবাসের স্থানে; শক্ত অবস্থানে জানান দিতে থাকলো আলেক আর তার কাছের মানুষদের চলে যেতে হবে বহু দূরে।
পদে পদে ভীতি অন্ধকার আলেককে ঘীরে ধরেছে – ভিতর থেকে কর্ম-ক্ষেত্র সবাইকে জানান দিচ্ছে আলেক বিদায়ে আর প্রস্তুতিও নিচ্ছে সরিয়ে ফেলছে প্রয়োজনীয় কাগজ পত্রও। একট কঠিন অসহায় ভাবে আলেক যার মুখে কোন হাসি নেই শুধু হতাশার ছাপ ছাড়া।
তারিখঃ আগষ্ট ০২, ২০২৩
রেটিং করুনঃ ,