আলেক কথা-পর্ব-১৮ (আঠারো)
কর্ম-ক্ষেত্র আলেককে বিষয়ে দিয়েছে নিজের দায়িত্ববোধ থেকে কোন উদ্যোগ বা করার কিছুই নেই দায়িত্বশীলরা সকল কর্মের দখল নিয়েছে কোন ছাড় দিতে প্রস্তুত নয় তারা সফল হয়েছে আমাকে অকেজো করে রেখে, নানান প্রতিবন্ধকতায় এগিয়ে চলার কোন কর্মে যুক্ত হওয়ার কোন পথ খোলা নেই, সকল পথ নিজেই ধীরে ধীরে বন্ধ করেছি আর যা কয়েক বছরের ফলাফল।
মাথায় নানান নেতিবাচক সকল ক্ষতির দায় ভার আলেকের কাছে আসবে আর সঠিক জবাব দিতে না পেরে বিদায় করিয়ে দেওয়া হবে যেন মঞ্চ প্রন্তুত।
এতো অসাহায়ত্ব যেন সহ্যের বাহিরে তাই আলেক অটল সেচ্ছ্বায় কর্ম-ক্ষেত্র থেকে বিদায় নেওয়া আর সিদ্ধান্তে অটল এই কারণে যে কর্ম-ক্ষেত্রের অবস্থান হতে চলেছে ৩০ কিমি দূরে যা আলেকের শরীর সামর্থের বাইরে।
কর্ম-ক্ষেত্রের প্রভাবে আলেকের জীবন প্রতিটি ক্ষেত্রে চরম পীড়ায় কঠিন এক বিষন্নতায় সহ-কর্মীরা যেন আরও হীতে বিপরীত তিন প্রধান যেন প্রতিযোগীতায় কে কাকে টপকাবে আলেকের মনে সন্দেহের বাসা ওরা সরিয়ে দিতে চায় বিন্দু মাত্র সহানুভূতির লেশ মাত্র নেই। প্রায় প্রতি ক্ষেত্রে অপমানের সুরে তিরষ্কার করা একটি চলমান অভ্যাসে দাঁড়িয়েছে।
অলেকের মুক্তির প্রয়োজন সেখানে ঠাঁই নেই সেখানে আকড়িয়ে থাকার কোন অর্থ নেই; আলেক এখন চায় ভিন্ন একটি জগৎ।
তারিখঃ মে ১৮, ২০২৩
রেটিং করুনঃ ,