আলেক কথা-পর্ব-১৬ (ষোল)
আলেক জীবনের প্রথম কাজ শুরু করেছিল একজন শ্রমিক হিসাবে এবং শ্রমিক হিসাবেই থাকার কথা ছিল, সে ক্ষেত্রে হয় তো একজন শ্রমিক নেতা হওয়ার কথা ছিল।
নানান ধারাবাহিকতায় তখন ঐ সব পদের লোকবলের অভাব ছিল বলে আলেক তর তর করে উপরে উঠে যাচ্ছিল, উঠেছিলও বেশ একটি জ্বলন্ত প্রত্যাশায়। তারপর আর ধীরে ধীরে থেমে যাওয়া নেমে যাওয়া আর এখন তলানীতে।
জীবনের তথা লক্ষ্যের অর্থের সন্ধানে আবারও তো আলেক শ্রমিক হোক আর নত মাথার একজন হতে দোষ কোথায়! প্রয়োজন শুধু নিজেকে পরিবর্তন করার।
আলেকের অনেক অভিজ্ঞতা, পাওয়া-হারানো; অস্থিরতা, ধৈর্যহীন উচ্চ স্তরের একজন আবার নিন্ম-স্তরের একজন আবার ধীরে ধীরে উপরে উঠা, নিজের মধ্যে মূল্য সংযোজন করে নিজের মূল্যমান বাড়ানো। এভাবেই নিজেকে চালিয়ে নিচ্ছিল। ধরে নিয়েছিল এটাই গন্তব্যের স্থির স্থল।
আলেকের চেতনায় এসেছে আজ সে পিছিয়ে পড়া, কৌশলহীন; কর্ম-পরিচালনাহীন একজন। উপস্থাপনাহীন নিজেকে প্রকাশ করার অপ্রকাশিতহীন, বন্ধুহীন স্বজনহীন। নানান বিপদের মুখোমুখি এইসব কারণে।
নিজেকে নিচে নামিয়ে অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আলেক নিজেকে চালিয়ে নিতে বন্ধপরিকর- এটাই তার লক্ষ্য। লক্ষ্য থাকলেই মানুষ এগিয়ে যায়, মাথার মধ্যে জ্বলন্ত লক্ষ্য থাকলে সেই লক্ষ্যই তাকে এগিয়ে নিয়ে যায়। সামনের সব বাঁধা গুড়িয়ে দিয়ে এবার আলেকের এগিয়ে যাওয়া। অনেক কষ্ট যাতনা নিজের মধ্যে বহন করার এক ক্ষমতা নিয়ে আলেকের যাত্রা শুরু।
আলেক কতখানি এগিয়েছে তার পরিমাপ হবে আগামী বছরের এই দিনে।
তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৩
রেটিং করুনঃ ,