আলেক কথা-পর্ব-১৪ (চৌদ্দ)
আলেকের দিনগুলি কেটে যাচ্ছে যেগুলিকে কেটে যাওয়া বলে না, বিশেষ করে নিজ সৃষ্টি প্রতিবন্ধকতা; যোগাযোগ বিহিন দিন; কোন মহলের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারে না বিপরীতে তার আবিষ্কার তার নানান ঘাটতি, অথচ নিচুতে নামতে তার নানান আপত্তি।
কোন প্রচলিত ধারা থেকে আলেক নিজেকে কোন পরিবর্তন করতে পারে নি। আজ ইংল্যান্ড থেকে নাইজারিয়া থেকে নিকট জন দেশে তবে দেখা হবে না ধরে নেওয়া যায়।
যত রকমের নেতিবাচক বিষয় আছে সবই নিয়ে মাথা ভরা, খালি করার কোন উপায় দেখা যায় না, হয় না পরিকল্পনা বাস্তবায়ন। কোন পরিকল্পনার কোন ক্রিয়া একেবারে নি:ষ্ক্রিয় কোন দৃশ্যমান কিছু নেই।
আলেকের কয়েকটা দিন কাটলো মাঝে মাছে বিশ্ব কাপ দেখা না নিয়ে যেটিও শেষ হোল গতকাল। কর্ম ক্ষেত্রে অর্থহীন সবই চলবে আলেক ছাড়া, কোন দায়িত্ব থেকে অনেক দূরে্ দায়িত্ব মাথায় নেওয়ার বা আগ্রহ কোনটাই নেই আলেকের তাই যা হওয়ার তাই হচ্ছে ইদানিং।
পারিবারিক সম্পত্তির অধিকার থেকে অনেক দূরে, যদিও কিছু আশা ছিল আজ তা দুর আশার দলে। নিজের থলি প্রায় শূণ্য বলা যায়।।
তারিখ: ডিসেম্বর ১৯, ২০২২
রেটিং করুনঃ ,