আলেক কথা- পর্ব-সাত।
আলেকজান্ডারের পুরোপুরি বিপরীত অবস্থানে এখন আলেক; স্মৃতিতে বড় দূর্বলতা, মস্তিষ্কে ধারণ ক্ষমতা অনেক কম আর দিনে দিনে আরো সংকির্ণ হচ্ছে। দূর্বল মস্তিষ্ক, ভয়ে জড়ানো, কোন ঝুঁকি না নেওয়া আলেককে আরো নিচে নামিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আলেক কোন একজন লেখকের লেখার খোরাক, লেখার নায়ক।
আশাহীনতা, প্রচেষ্টা থেকে দূরে থাকা, সামাজিক ভাবে ভিন্ন এক চরিত্রের আলেক আজ নিজের কাছে বিশ্ময় একজন স্বাভাবিক মানুষের এত দৈণ্য দশা। কারো সাথে মিশতে না পারা, তাল মিলিয়ে চলতে না পারা।
সব মিলিয়ে আলেক তার জীবনের অনেক সময় কাটিয়ে নিজেকে কিছুতেই একটুকুও বদলাতে পারে নি। প্রকাশ করতে পারে অনেক কথা। তৈরী করতে পারে নি কোন বন্ধু-মহল যে গুলি ছিল সবাই একটি খন্ড কালের সম্পর্ক দীর্ঘ করতে পারে নি। সকলের সাথে তাল মিলাতে পারে নি, ধীরে ধীরে শুধু ছিটকে পড়েছে উঁচু থেকে কেবলি নিচে।
রাখে নি কোন আশা, কোন প্রচেষ্টা, সকলে মিলে চলা, শুধু মাত্র এড়িয়ে চলার প্রবণতা। পরিচয়ও হতে শুরু করেছে নিন্ম থেকে নিন্মতরও।
একের পর এক ব্যর্থতা থেকে আলেক মুক্ত হতে পারে নি – আর এই কারণে আলেকের জন্য সাফল্য কথা বলে কিছু আছে বলে সে আর মনে করে না। শুধু মাত্র পালিয়ে যাওয়ার এক কঠিন প্রবণতা তাকে ঘিরে বসেছে।
তারপরও আশাকে ভর করে আলেক এগিয়ে যেতে পারবে অনেক বাঁধা আপনা আপনি সামনে থেকে সরে যাবে এইটুকু আশা নিয়ে আজ আলেকের পথ চলা।
তারিখ: জুন ২২, ২০২২
রেটিং করুনঃ ,