আলেক কথা- পর্ব-পাঁচ।
অগ্রগতির কোন মাত্রা দৃশ্যমান নেই, অথচ কত বড় লক্ষ্য নিয়ে ভালো স্বপ্ন নিয়ে, বড় স্বপ্ন নিয়ে প্রতি নিয়তই তার এগিয়ে চলার চেষ্টা কিন্তু কখনও ধরা দেয় না সাফল্য। একজন সফল মানুষ হওয়া আলেকের কাছ থেকে অনেক দূরে। তার এগিয়ে যাওয়ার অনেক উপকরণ ছিল; ছিল ভালো সৌভাগ্য কিন্তু সব কিছু ম্লাণ যখন প্রতিদিন প্রাপ্তি মিলাতে যায়।
অনেক দিন ধরেই প্রাপ্তি সূচক খুব দরিদ্রতায় ভরা তার, তরতর করে উন্নতির স্বাদ সে কখনও পায় নি। সে যেন একজন কেরাণি, যদিও একই কাজ সে কখনই করে না অনেক সময় ধরে।
আলেক অনেক কিছুই মেনে নিয়েছে তার মন স্থির থাকে না, চিন্তায় বারবার পরিবর্তন ধরায়, একাগ্রতার বড় অভাব কিন্তু তাই বলে সহ যাত্রীরা তরতর করে উন্নতির শিখরে এগিয়ে যাবে আর আলেক নিন্ম সূচকে এটি সে মানতে চায় না। বারবার প্রশ্ন জাগায় কেন তার এত অবনতি ! অথচ সহ যাত্রীরা এগিয়ে যাচ্ছে ভালো সূচকে বিশেষ করে তুলনা সূচকে !
অনেক প্রচেষ্টা কোন কাজেই আসে না তবে আলেক আশা স্বপ্ন ছাড়তে রাজি নয় কোথাও না কোথাও সে তার অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবে। এটি তার প্রত্যয় এবং বিশ্বাস। আলেক এখনও মনে করে শত প্রতিবন্ধকতার মাঝেও তার অবস্থান হবে উন্নত ধারায়, যার বীজ বপন করে ছিল অনেক আগে থেকেই।
তারিখ: নভেম্বর ১৪, ২০২১
রেটিং করুনঃ ,