আলেক কথা – পর্ব- নয়।
কর্ম ক্ষেত্রে পতাকা উত্তলন কর্মের মধ্য দিয়ে সঠিক পতাকা এক নাগারে কয়েকদিন অবসর যাপনন বা বিশ্রাম করার পরে আলেকের এটাই সিদ্ধান্ত। একটি প্রাণ-বন্ত মুখের প্রকাশ যেখানে থাকবে রম্য কথা, জ্ঞান দীপ্ত কথা সফলতার কথা।
পেশাগত শিক্ষা সফলতার জন্য অনেক অনেক গুরুত্ব পূর্ণ এটির প্রমাণ সে করবেই অথবা আলেক নিজের পতাকা নামিয়ে দিবে। একাগ্রতা এবং ধৈর্যের যে পরাজয় নেই এটি প্রমান করে সে নিজেকে এবার নিঃশেষ করবে।
হতাশার উপর আর সে ভর করবে না। হতাশা বিদায় সাফল্যের আগমন বার্তায় আলেক হবে প্রজ্বলিত। আলেক এবার বেড়িয়ে আসবে অন্ধকার থেকে তার আর হারাবার কিছু নেই এবার তার শুধু প্রাপ্তির পালা, সাফল্যের পালা, সঠিক মনোভাব থেকে এবার সে পতাকা উত্তলন করবেই।
উল্টা পথে হাঁটার পথিক এবার সে; ভয়, নেতিবাচক, বিষন্নতা, কর্ম বিমুখ, পরিবেশ মানিয়ে না নেওয়া, নিশ্চুপ থাকা, প্রতিবাদ না করা, নিজের ইচ্ছার কথা প্রকাশ না করে, ভালো মানুষের অভিনয়ে আছন্ন না থাকা মিথ্যায় ভর না করা এইসব থেকে উল্টা পথে হাঁটা। ইতিবাচকের পথে চলা, সাফল্যের পথে চলা।।
তারিখঃ জুলাই ১৬, ২০২২
রেটিং করুনঃ ,