আলেক কথা-পর্ব-দুই।।
বই পড়া এবং শুনা।
আলেকের চিন্তাধারাটা এখন এগিয়ে যাওয়ার, প্রযুক্তিতে যে ধারালো নয় তবে বই পড়ার আগ্রহ ছিল, প্রযুক্তির বদৌলতে পিডিএফ আকারের কিছু বই পড়ার চর্চায় ছিল তবে এখন প্রযুক্তির কল্যাণে তার আগ্রহের পড়ার বই গুলি এখন ইউটিউবে অডিও হিসাবে পাওয়া যাচ্ছে। বলা যায় এই ক্ষেত্রে আলেক খুব পিছনে পড়ে নেই, বই আকারে অডিওগুলি নতুনই বলা যায়।
আলেক এই সুযোগটা অবসর সময়টাতে ভালো ভাবে ব্যয় করছে যে বই গুলিতে অবচেতন মনের গুরুত্ব, একাগ্রতা, পরিশ্রম, সততা, ইতিবাচক চিন্তা আর গুলিই জীবনকে সামনের দিকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।
আলেক মনযোগ দিয়ে ইউটিউবের অডিও উন্নত মন ও মনন বিকাশের বইগুলি থেকে বই এর কথা গুলি শুনে নিজেকে বেশ সাহসী করে তুলছে মনের মধ্যে অনেক আশাবাদের জন্ম নিচ্ছে, জীবনে সফল হোক আর না হোন জীবনের অর্থই যে সাফলতা ও সবকিছুকে ইতিবাচক পথ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় এটি আলেকের কাছে এখন ষ্পষ্ট।
মনের গহীনে কতকগুলি যে হতাশার কুন্ডলি ছিল যেখানে এখন ফাঁটল ধরেছে আলেকের মনে হচ্ছে তার হতাশাগুলি আর সক্রিয় হয়ে থাকতে পারবে না কারণ তার মনের মধ্যে ইতিবাচক চিন্তাধারা দানা বাঁধতে শুরু করেছে।
আলেক জীবনে আর কিছু করুক বা না করুক সে ইউটিউবে অডিও বইগুলি মন দিয়ে শুনবে যেগুলি সাফল্যের কথা বলে উন্নতির কথা বলে – এই ভাবে ক্রমাগত ভাবে অডিও বইগুলির কথা মন দিয়ে শুনলে সেও একজন ইতিবাচক ও সফল মানুষ হতে পারবে হাতে তার যে কয়কদিন বা সময় থাকে বা পায় ! হাতে যে তার আর অঢেল সময় নেই এই বিষয়টিতে আলেক খুব ষ্পষ্ট তাই যতটুকু অর্জন তা এখন থেকেই শুরু।।
তারিখঃ আগষ্ট ০১, ২০২১
রেটিং করুনঃ ,