বই এর পড়া শুনা এবং বুঝা।
আলেক এখন নিয়মিত একটি নিদৃষ্ট সময়ে ইউটিউবের অডিও বইগুলি মন দিয়ে শুনছে আর অনেক অভিজ্ঞতা অর্জন করছে, খূব পরিষ্কার হচ্ছে এক একজন মানুষ অনেক সাফল্য অর্জন করতে পারে আর কেন অপর জন্য ব্যর্থ হয়।
আলেকের মনে হচ্ছে তার পরিচিত সফল মানুষগুলি সফল হওয়ার গুণাগুণ গুলি আগে থেকে রপ্ত করতে পেরেছিল আর সেই পথ ধরে এগিয়ে চলে এখন তারা উন্নয়ের শিকড় ধরে এখন শীর্ষে। তার কাছে পিছিয়ে পড়ার বৈশিষ্টগুলি এখন খুব স্পষ্ট এবং অনেক বৈশিষ্ট তার মধ্যে বিদ্যমান।
নিজের দূর্বল দিকগুলি সে যে চিহ্নিত করতে পেরেছে এইটাই আলেকের জন্য বড় সাফল্য এখন সে কিছু পরিকল্পনা হাতে নিবে আর সেই পরিকল্পনা ধরে এগিয়ে যাবে। সামনে তার অনেক সংক্ষিপ্ত সময় আর সময় সংক্ষিপ্ত হলে অনেকে খুব সজাগ হয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে সময় সংক্ষিপ্ত বা প্রায় নিদৃষ্ট এই হিসাব ধরে। অপচয়ের সময়গলি তখন খুব মূল্যবান হয়ে দেখা দেয়। এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। অবচেতন মন সব সময় সজাগ থাকে, সময় শেষ; যা করার তা এখনিই করতে হবে।
আলেক এখন মনে করে শেষ চেষ্ট মত ভয়কে পরাজিত করে, আত্ম-বিশ্বাস নিয়ে পরিকল্পনা মত নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর সাফল্যের বাতিতে আলোও জ্বালাতে পারবে আর আলেক তার করতে পারবে নিজের উন্নতি-অবনতি রেখার মাধ্যমে ! সে কি এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে নাকি পিছিয়ে পড়ছে আরও বেশি গতি। সঠিক আত্ম-মূল্যায়নটাই বড় কথা জীবেন এগিয়ে যাওয়ার পথে।
তারিখ: আগষ্ট ১২, ২০২১
রেটিং করুনঃ ,