আলেক কথা- পর্ব-ছয়।
মাস পেড়িয়ে বছর, আলেক কেবল পিছনের দিকে, সব সূচক নিন্ম-মূখি। তার প্রশ্ন উর্ধ্ব-সূচক বলে কি কিছুই নেই জীবনে তা হলে পৃথিবীর অনেক মানুষ কী ভাবে তরতর করে উপরের ধাপের পর উপরে উঠে যাচ্ছে। হোক না আলেক একা।
পরাজয়ের ভয়টি সে কাটাতে পারে নি, পারে নি সে তার ব্যর্থতাকে মেনে নিতে বি বা ডি যে তাকে ঘিরে ধরেছে তা তার কাছে ষ্পষ্ট। তবে বি বা ডি থেকে পরিত্রাণ পেলে আলেক জীবনকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারতো আর এটি ছাড়া আলেকের কাছে আর কোর বিকল্প নেই। ভয় হীন উন্নত চিত্ত আর পরিশ্রম।
তথ্যহীনতা আলেক যেটির সূচনা করেছিল সেটাই আজ তার সকল বি বা ডি এর কারণ। আলেক এখন কর্ম ক্ষেত্রের পরিধী বাড়ানোর চেষ্টা করছে, নিজের কাজ নিজে করে নিজের ভিত্তি শক্ত ও মজবুত করে নিজের কাক্ষিত পথে চলার একটি প্রত্যয় স্থাপন করেছে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিশ্রমকে সাথে নিয়ে তার চলার প্রত্যয়। এ ভাবেই সে বি বা ডি কে পরাজিত করে একটি প্রফুল্ল জীবন যাপন করতে চায়।
তারিখঃ জুন ০৫, ২০২২
রেটিং করুনঃ ,