আলেক কথা-পর্ব-এক।।
মহামতি আলেকজান্ডার থেকে আলেকের নামের অংশটুকু নেওয়া। আলেকজান্ডার একজনই আর আলেকের আলেকজান্ডার হওয়ার বা তাঁকে অনুসরণ করারও কোন ইচ্ছা নেই বা যা কখনই হয় না।
আলেকের ভাবনা বর্তমানকে নিয়ে; অতীতের অভিজ্ঞতা নিয়ে একটি সুন্দর ও পরিকল্পিত ভবিষৎ রচনা করা যেখান থেকে তার প্রতিটি পদক্ষেপ হয় দক্ষতাপূর্ণ ও সময়ের সাথে সঙ্গতিপূর্ণ। সে বুঝে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে না চলতে পারলে পিছনের দরজা খুলে যাওয়া আর সেই পথ ধরে এগিয়ে চলা অর্থাৎ পর্শ্চাৎ গামী।
অর্থনৈতিক উন্নয়নঃ
বর্তমানের ভাবনা আলেকের কাছে এখন করোনা কেন্দ্রিক অর্থনীতি বর্তমানের তথ্যগুলি সংরক্ষণ করে এখন সেগুলি তথ্য ভান্ডারে পরিণত করেছে যেখান থেকে ভবিষতের পথ তৈরী করতে কিছুটা হলেও সহজ হবে।
বেকারত্বকে সে প্রধাণ্য দিয়েছে, বাড়িয়ে দিয়েছে কর্মক্ষেত্রে টিকে থাকার কৌশল ও কর্ম নৈপূন্য, একাগ্রতা, কর্মঠ সেই সাথে দক্ষতা এবং জন সংযোগ।
অর্থের প্রবাহের যোগান বাড়ানোই এখন সবচেয়ে জরুরী সেই সাথে অপ্রয়োজণীয় ব্যয় কমিয়ে সঞ্চয় বাড়ানো যা ভবিষতে শক্তি যোগাবে।
করোনা মহামারিকাল ইতিমধ্যে ষোল মাস অতিক্রম করে ফেলেছে কোন সুনিদৃষ্ট রূপরেখা নেই কবে ফিরে আসবে স্বাভাবিক জীবন তবে ধরে নেওয়া যায় করোনার সাথে লড়াই করে আমাদের দিন পাড় করতে হবে যেমন নানান ঝুঁকি ও রোগ বালাই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে যারা করোনা মোকাবেলায় বিজয়ের পথে এগিয়ে যাবে তারাই পাবে সফলতার পথ আর জীবনের উন্নতি। সফলতার পথের জন্য প্রয়োজন সাহস আর সময়ের সাথে তাল মিলিয়ে চলার দক্ষতা।।
তারিখঃ জুলাই ২৮, ২০২১
রেটিং করুনঃ ,