যেটুকু দায়িত্ব, সামর্থের মধ্য থেকে তা সঠিক ভাবে পূরণ করা। বিলম্ব না করা, বিলম্বের বড় ক্ষতি আর কিছুতে নেই। যে বিষয়টি অন্য পারে না সেটা সফল ভাবে করতে পারলে সে মূল্যায়িত হতে পারবে, ফাঁকির হাত অনেক লম্বা যে সব সময়ই সুযোগের সৎ-ব্যবহার করে প্রতিপক্ষকে পরিজিত করে।
নবীনরা তরতর করে উপরের দিকে উঠে যাচ্ছে কারণ তারা প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠা, সমান ভাবে তাল মিলিয়ে যে প্রবীনরা চলেছে তাদের জায়গা দখল করা আরো কঠিন ভাবে। জায়গা আটকিয়ে রাখাটাই বড় কথা।
অথচ আলেকের মধ্যে কোন প্রচেষ্টা নেই জগতের সকল ভয় তাকে ঘিরে ধরেছে তাই তার পরাজয় প্রতি মূহর্তে এই বৃত্ত থেকে তার বেড়িয়ে যাওয়ার কোন পথ নেই। যদি বেড়িয়ে আসতে পারে তবে সেটা হবে অলৌলিক।
তারিখ: জুলাই ০৭, ২০২২
রেটিং করুনঃ ,