ব্যস্ততা বেড়েছে যুগের তালে
নানান কাজের ভীড়ে
একটুকু অবসর সময় মিলানো বড় দায়
তারপরও একটু খানি অবসর আসে মাঝে মাঝে
পাতার কাঁপনের মত
আসে যায়, এই আসে এই যায়।
সেখানেও দেখি তুমি, হয় না আর পাওয়া অবসর।
একটি সরল রেখার মত তোমার সরলতা
বক্র রেখা, কুন্ডলি রেখা মন্ডলির মত
দেখি নি কখনোও মনের জটিলতা।
খুব ষ্পষ্ট আর স্বচ্ছ জীবন ধারা, উন্নত চিত্তে।
তাই তো দেখি না কোন বড় সুনাম, ছোট্ট নিন্দা
বড় যশ, অতি মাত্রার খ্যাতি যা অনেকেই চায়।
দ্বিধা নেই মনে,
সুখের অনুভূতি
যন্ত্রনা অনুভূতির মিশ্রনে এক পলকও দ্বন্দ্ব ।
খুব সরল রেখার একটি জীবন তোমার-
যেমন গভীর বনের মাঝে শান্ত একটি ঘাসের বাগান
প্রাণী কূলের অবাধ চলাচল
যেখানে জীবন চলাচলে বিঘ্ন ঘটায় না কেউ
দীঘিতে, বিলে সূর্য আলোর ঝিকিমিকি খেলা,
পূর্ণিমা রাতেও ঝিকিমিকি খেলা চলে
অবিরাম বিলিয়ে যাওয়ার মত।
তেমনই একটি মন তোমার, নিয়েছে অধিকার
অবাধ চলাচল হৃদয় আঙ্গিণায়, মননেও-
তাই পাই না আর একটুকুও অবসর।
তারিখঃ ফেব্রুয়ারী ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,