তুমি কি জানো, যাদু মায়া বশ! এসব মানো !
আমার যে তাই মনে হয়, পাই যে তোমার আসল পরিচয়!
কখনও রক্ত চলাচলে, কখনও হৃদ পিন্ডের তলে।
তা না হলে কেন আমি বিভ্রান্ত ! চঞ্চল্য থেকে আজ কেন অধিক শান্ত!
হৃদ পিন্ডে কেন বিঁধে থাকে বিষাক্ত তীর, কেনই বা হতে চাই একান্তে ঘনো নিবীড়!
কোন আকর্ষনে কোন শান্তির আশায় ! কোন বাসনায় কোন ভালোবাসায়!
বহু পথ, বহু সময় কেটে, অনেক হিসাব পত্র ঘেটে-
পেয়েছি কি কোন সমাধান! শুধু বুঝেছি প্রাণের মধ্যে থাকে আর একটি প্রিয় প্রাণ।।
তারিখঃ ডিসেম্বর ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,