মনে রাখা সাহস তোমার প্রচুর
দীপ্ত চলায়, তোমাকে দেখি কত নির্ভীক!
অল্পতে ভেঙ্গে পড়েছি
খুব বেশি নিবিড়ে চাওয়া তাই!
হারানোর ভয় প্রকট;
তোমার মত হতে পারি নি বলে।
অনেক কিছু হারিয়ে তোমার
হারানোকে যে জয়
সেই জয়ে আমাকেও রেখো।
সাহস দিয়ে আলো জ্বালানো তুমি
আঁধারকে বধ করা তুমি,
কাছে থেকো, আলোকিত করে
সকল ভয়ে, শঙ্কায়, হারানোর কাতরতায়!
তাই তো বুঝতে শিখেছি, হারালেও তো
সব হারায় না,
সুখ হারায়, আনন্দ হারায়,
দেহ হারায়
দুঃখ, প্রত্যয়, প্রেম; আর আত্মা হারায় না।।
তারিখঃ ডিসেম্বর ০২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,