বাংলায় বিজেপি ২০০-র বেশি আসন পাবে। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে এমনটাই ঘোষণা করেছেন বারেবারে। তবে ফল ঘোষণার দিন বাংলার মানুষ রায় দিল মমতা ম্যাজিকের পক্ষেই। ২০০-র বেশি বিধায়ক নিয়ে সরকার গঠন করতে চলেছে ঘাসফুল শিবির। তৃতীয়বার দিদির উপরেই আস্থা রাখল বাংলার জণগণ। অন্যদিকে তিন ডিজিটের সংখ্যাও ছুঁতে পারবে না বিজেপি, বলছে ভোটের ট্রেন্ড। নন্দ্রীগ্রামে টানটান লড়াইয়ের পর জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
অথচ তৃণমূলের এই ঐতিহাসিক জয় নিয়ে একেবারেই খুশি নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজেপির ভরাডুবি নিয়ে উল্টো সুর মোদীর প্রশংসক কঙ্গনার কন্ঠে। এদিন মমতার এই জয়কেই শুধু বিঁধলেন না, বরং এদিন বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তবাংলাদেশি আর রোহিঙ্গারা।
বাংলা জুড়ে যখন সবুজ আবিরের ঝড়, তখন কঙ্গনা টুইটারে লিখলেন- ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে’।
উল্লেখ্য, এর আগে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন কঙ্গনা। উদ্ধব ঠাকরে সরকারের রোষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে, এবার বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী।
এখানেই থেমে থাকেননি কঙ্গনা, তুলনামূলকভাবে ২০১৬-র বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপি অসাধারণ ফল করেছে সেটাও জানান অভিনেত্রী। ‘এনআরসি, সিএএ-র আবহে সংখ্যালঘুরাই বাংলায় সংখ্যাগরিষ্ঠ। তবে মোদীজি এবং অমিতজির মধ্যে অসাধারণ প্যাশন রয়েছে, তাঁদের কাজের যতই প্রশংসা করা হোক না কেন তা কম’, লেখেন কঙ্গনা।
এদিন একটি মিমও নিজের টুইটারের দেওয়ালে শেয়ার করেন কঙ্গনা। তৃণমূল শিবিরকে হায়নার সঙ্গে তুলনা করে মোদীকে সিংহ আখ্যা দেন অভিনেত্রী। লেখেন- আজ ময়দানে হায়নাদের দিন, তবে সিংহ নিজের দমে লড়াইয়ে ফিরে আসবে মনে করিয়ে দেন কঙ্গনা।
সূত্র: বাংলা হিন্দুস্থান টাইমস
তারিখ: মে ০২, ২০২১
রেটিং করুনঃ ,