হঠাৎ দিনগুলি অতীত হয়ে বড় প্রিয় আজ,
আরও প্রিয় হতে পারত !
যদি তার কথা কবিতায়, গল্পে, প্রবন্ধে লেখা যেত,
আর তা যদি প্রিয় পাঠকের হাতেও পৌঁছাত !
এমন কথা বলেছি বরংবার কিম্বা কিঞ্চিত অনুমানে।
বুঝিয়েছে আভাসে – মনের খবর আর রাখতে চায় না,
এসবে কলঙ্কের কালি বাতাসে ছড়ায়।
তার পরেও বলেছি, এমন করে ভালোবাসার মহল গড়ে উঠে না,
দেখ না তাজমহলের ভূমির মালিকানা নিয়ে কিম্বা
সম্রাট শাহ-জহানের আরও স্ত্রীগনদের নিয়ে নানান প্রশ্ন উঠে আসে আজও !
তারপরও দিলের খবর আজও নিয়ে যাই,
যদি সত্যিও একদিন হাতে হাত রাখায়,
মনে মন রাখায় বহু দিন পরেও কলঙ্কের কালি বাতাসে ছড়ায় !
অতীত দিন গুলি বড় প্রিয় হয়ে আরও বহু গুন বড় হয়ে, বহু প্রিয় আজ।
তারিথ: সেপ্টম্বর ২৭, ২০১৬ (স)
রেটিং করুনঃ ,
কবিতা পড়লাম।
ভালো লেগছে। শুভেচ্ছা জানবেন।
অনেকেই এই লেখাগুলিকে বলে টবিতা আর আমি বলি সবিতা, অর্থাৎ সবই তা, তাই ইত্যাদি। মালেক ভাইয়ের ভালো লেগেছে জেনে ধন্য। সাথে :rose: শুভেচ্ছা
কবিতা আজকাল ভালো লাগে না। তবু এই কবিতাটি পড়লাম। বেশ ভালো লাগল।
ভাই আপনি যে আমার বিবিধ মার্কা লেখাটা পড়ে গাল মন্দ করেন নি এটাই তো বড় আশ্চার্যের কথা। শিশুকালে এই ধরণের লেখা লিখে গত যে গাল মন্দ খেয়েছি তা মনে পড়লে এখনো হাত পা পঙ্গু হয়ে যায়।
আপনাকে তো :rose: গোলাপ দিতেই হয়
হা হা এই খরার দশা যেমন ব্লগগুলিতে সেখাকে কবিতাকে টবিতা আর সবিতা যে নামেই ডাকি না কেন ! বাংলায় যেন কোন লেখাই বড় প্রয়োজন নচেত সাহিত্য তার গতি হারাবে। ভাবছি গবেষণায় নামব কেন লেখক গন আর লিখতে চাচ্ছেন না প্রাণ খুলে, এই ষোল কোটি মানুষের দেশে।
পথে চলতে চলতে ” হাওয়া হাওয়া ” হিন্দী গানটা কেমন করে জানি গাওয়া হয়ে যায়, তবে আপনার কবিতার লাইনগুলি আমার মনে টানছে না। কেমন জানি দুঃখি দঃখি, আপনি দুঃখি হলে :rose: এর গন্ধ বিভোর হয়ে থাকুন।
পথিক সাহেব হিন্দি গান যখন আপনাকে এতোই টানে ! তখন বাংলায় লেখা আপনার ছেড়ে দেওয়া উচিত !
জ্ঞান দিলেন নাকি কি ! আমি পথিক স্বাধীন মত পথে চলি, আমাকে জ্ঞান দেওয়ার কেউ নেই। নিন :rose: নিন।
অকীত দিনগুলো সত্যিই খুব প্রিয় । কষ্টের অতীতগুলোও কখনও কখনও প্রিয হয়ে আসে চোখের সামনে, মনের সামনে । ধন্যবাদ আপনাকে রব্বানী ভাই
কষ্টের অতীতগুলোও কখনও কখনও প্রিয হয়ে আসে চোখের সামনে, মনের সামনে । প্রাণ-বন্ত মন্তব্যে জন্য অনেক অনেক ধন্যবাদ সাঈদ ভাই।