ভালোবাসার গভীরতার কত গভীরে যাওয়া যায়
তা পরখ করে দেখার কথা ছিল
ভালোবাসায় যে পণ প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি সবই যে সত্য
তা প্রমাণ করার কথা ছিল।
শঠতা, ভাঁড়ামীর যে কোন ঠাঁই থাকে না
সেটাও প্রমাণ করার কথা ছিল!
এমনি করে অনেক কিছু
বিশ্বাস, নিঃশ্বাস, দৃঢ় প্রত্যয়
হাতে রাত রেখে যে অঙ্গিকার!
চোখে চোখ রেখে-
বিশ্বাস বন্ধন রচনা।
দুই দিকের পথটি এতোই ভয়ংকর ও দূর্গম
যা এক পথে মিশে যেতে কেউ তো আর পা বাড়ালাম না!
সমাজ, বন্ধন, পরিবারের মোহ, সমাজ নীতি, ধর্ম নীতি
হার মানায় বড়, ভালোবাসাকেও!
প্রমাণ করা হয় না তাই ভালোবাসার গভীরতা
পণ প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি মর্মকথা।
দূরে বহু দুরে থেকেও বুঝি বেশ আজ
ভালোবাসার গভীরতার কত !
বুঝি পণ প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি যদি ভাঙ্গে !
বিশ্বাস, নিঃশ্বাস, দৃঢ় প্রত্যয়ে নকল, কৃত্রিম কিছু!!
ভালোবাসার গভীরতার “আমার সেই যে তুমি”
রেখেছি উর্ধ্বে তোমাকে –
পরখ করে কিছু দেখার,
কিছু প্রমাণের অপেক্ষায়,
বিশ্বাস, নিঃশ্বাসের ধারায়,
রেখেছি সকল কিছুর উর্ধ্বে ।
যতটুকু পাওয়ার ছিল পেয়েছি আরও অধিক
যতটুকু জানার ছিল জেনেছি আরও অধিক
যতটুকু দেওয়ার ছিল দেয়েছি আরও অধিক
যতটুকু রাখার ছিল রেখেছি আরও অধিক।।
তারিখঃ নভেম্বর ১০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,