আমি বিজয়ী, তাই শুধু সব বিলিয়ে দিতে জানি
আমি শুধু যখন গ্রহন করতে জানি, তাই আমি পরাজিত।
প্রকৃত অর্থে যিনি বিজয়ী হন তিনি নিজে কিছু গ্রহন করতে পরেন না, যেটুকু অর্জন তা তার পরিবারের, সমাজের, দেশে ও বিশ্বের জন্য, অনেক সাধানা, প্ররিশ্রমের পরে কঠিন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরে যদি তার হাতে একটি স্বর্ণ পদক আসে তখন তা তার পরিবারের, সমাজের, দেশে ও বিশ্বের কিন্তু তিনি যদি স্বর্ণ পদকটি বিক্রি করে দিয়ে ভোগ-বিলাস করেন তখন সেটি হয় তার অর্জন কিন্তু একজন বিজয়ী তা কখনও করেন না। বিজয়ীর সব অর্জন এক কথায় বিলিয়ে দেওয়া।
যখন কেউ কারও কাছে থেকে কিছু দৃশ্যমান বা করুণা গ্রহন করে খুব সহজ প্রকাশে তা ভিক্ষা গ্রহন। ভিক্ষা গ্রহন অর্থই নিজেকে পরাজিত করা।
তারিখ: মে ২৩, ২০১৮
রেটিং করুনঃ ,