সব বিলিয়ে দিয়ে আমি
কখনও চলি কখনও থামি
বিশাল এ যাত্রা পথে এ পৃথিবীর ‘পরে
যতকাল যত অনন্তঃ কাল ধরে।
যাতনা দুঃখগুলি চকিত ছেয়ে ফেলে
মুক্ত আকাশে উড়ার পাখা মেলে
ঢাকা পড়ি আমি দুঃখের চাদরে
কষ্ট দহন ঘর বাঁধে স্নেহে আদরে
আর যে ভরসা পাই না সুখে
আনন্দ ধারায় উচ্ছ্বাস বুকে।
যেমন করে তুমি আমাকে রেখো
তোমার তুলিতে আমার ভাগ্য লেখো
তোমার ইচ্ছায় তোমার করুণায়
তেমন করে আমি হবো তোমার দয়ায়।
চোখে যে আজ আলো দেখি পথ চলার –
সে যে তুমি, আমার সকল অধিকার।।
তারিখঃ আক্টোবর ০১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,