নানা অস্থরতায় মনে থেকে গেল রেশ
অফুরন্ত কথাগুলির আর হলো না শেষ।
যা বলার ছিল ক্ষণিক বিদায়ের আগে-
হলো না বলা, থেকে গেল দুঃখ খাতার ভাগে,
কবে হবে তবে বলা সে কথা, না বলা সেই কথা!
চিরদিনের যা মনে কেবলি জাগায় করুণ আকুলতা!
না বলা কথা কোন কারণে! কেন পাথর হয়!
পেয়েছি তার সন্ধান, অবশেষে রহস্য পরিচয়।
হৃদয় নিসৃত করে অন্তরের গভীরে যার বাস,
এ কেবলি তুমি, যেখানে আমার প্রতিটি নিঃশ্বাস।।
তারিখঃ আগষ্ট ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,