আমার নিমন্ত্রণ
যেমন করে দূরে চলে গেলে
তেমন করে করে আর ফিরে এলে না।
তবুও তোমারে দেখি
নিত্ত আমারই চোখে,
চোখের গভিরে-
কখনও চোখের বাহিরে।
ফাগুন চলে গেল
চৈত্র এসেছে,
বৈশাখ আসি আসি প্রায়।
হয়তো এবার বৈশাখী মেলায়
দেখা হবে বা বৈশাখী ঝড়ের ক্ষণে,
অদ্ভুত এক অভিসারে।
দিলাম তোমায় নিমন্ত্রণ
বৈশাখী মেলায় অথবা বৈশাখী ঝড়ের ক্ষণে।
এক পলকে তরে,
তোমায় আমার নিমন্ত্রণ।
তারিখ: মার্চ ২৯, ২০১৩
রেটিং করুনঃ ,