হঠাৎ তোমার দৃষ্টি ফিরায়ে
শ্রাবণের কালো মেঘে ভিরায়ে
ঝর ঝর ধারার যে আভাস
দিয়ে যাও রহস্য প্রকাশ।
বুঝতে পারি না ঠিক
কোন দিকের হাওয়া কোন দিক
বওয়াও তুমি আপন মনে
দোল খাই আমি খুব গোপনে।
চেয়ে থাকি অসীমের পানে বড় রহস্য জেনে
তুমি কর খেলা দহন যাতনা হেনে।
কিছুটা পেতে তাই সব নিয়েছি মেনে।।
সকল পাওয়া সে যে বড় সাধনা
আমি অতি ক্ষুদ্র একটি অণু-কণা।।
তোমার রহস্য খেলা দানে
দাও শান্তি, আমার তৃষ্ণিত প্রাণে।।
তারিখঃ আগষ্ট ২৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,