বিশ্ব চরাচরে নানা মনের ও মেধার মানুষের বাস, বিষয়টি সহজ হলেও সবচেয়ে জটিল তার হিসাব মিলানো হয় না বলেই বিশ্ব চরাচরে নানা বিভেদ, হিংসা, ঈর্ষা আর প্রভাব পড়ে পরিবারে, বন্ধু মহলে, সমাজে। বিষয়টি যখন বড় আকার ধারণ করে তখন তা ছড়িয়ে পড়ে সারা দেশে, দেশে-দেশে অবশেষে সারা বিশ্ব জুড়ে।
পূর্নাঙ্গ একটি সমাধান পাওয়ার কথা নয়, মানব বসতির শুরু থেকে নানা বিভেদ, হিংসা, ঈর্ষা মিশে আছে মানুষে মানুষে, মন ও মননের চর্চা মধ্য দিয়ে নিজেকে যতটুকু শুদ্ধ ও শান্তিময় রাখা যায় – এটুকুই আছে শুধু আমাদের হাতে।
যখন প্রকৃতিতে, ফুলে ফুলে নানান রঙ, ঘ্রান, উপকারীতা অবশেষে নানান অপকারীতা, তাই তো বৈচিত্রময়তা থেকে দূরে থাকার কথা নয়। প্রিয় ফুল, প্রিয় শব্দ, প্রিয় মুখ সবসময় আমাদের নির্বাচনে সঠিক হয় না, সঠিক ও ভুল নিয়ে আমাদের বসবাস – এর মধ্য থেকে যতটুকু সঠিক কে তুলে আনা যায়, ধারণ করে রাখা যায়।
তারিখ: ফেব্রুয়ারী ১৪, ২০১৮
রেটিং করুনঃ ,