02/20/2013
দেশে এখন শিক্ষিত মানুষের হার বেড়ে চলেছে, দ্রুত হচ্ছে মানব সম্পদের উন্নতি আর এই ধারা অব্যহত রাখতে বড় প্রয়োজন নিজ গৃহে একটি পাঠাগার তৈরি করা, পাঠাগারের আয়োতন বৃদ্ধি করা। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। আমাদেরও মনে হয় বই কিনলে আমরা দেউলিয়া হব না। আমাদের ঘরে যে পাঠাগার, সে পাঠাগারটির আয়োতন বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, এক কথায় আধুনিকায়ন এ সবের বড় একটি দরজা হল আমাদের বই মেলা।
বড় ইলিশ দিয়ে সরিষা ইলিশ রেঁধে শাশুড়ী মা জামাইকে খাওয়াতে চাইলেই তো হবে না – বাড়ির কাছের বাজারে বড় বড় ইলিশের চালান চাই, ইলিশের সরবরাহ চাই। মনের মত করে একটা গৃহ পাঠাগার তৈরি করতে চাইলে – চাই অনেক নুতন বইয়ের চালান, বইয়ের সহজ সরবরাহ। আমাদের প্রাণের বই-মেলাটি করে দিচ্ছে আমাদের সেই পছন্দের, আমাদের পাঠাগার গড়ার একটি বড় সুযোগ।
বড় পাঠাগার নিয়ে আজ কথা নয়, আমাদের ঘরের কোনে যে পাঠাগার – এই পাঠাগারে কত জ্ঞান, কত অভিজ্ঞতা, কত সুর, কত ছন্দ স্তুব করে রেখেছি। বইয়ের পাতাগুলিতে চোখ, মন না দিলে বইয়ের গুরুত্ব আমাদের বুঝার কথা নয়। আমাদের গৃহের পাঠাগারের বইগুলিতে যে ভাষা, ইতিহাস, অভিজ্ঞতা, সুর, ছন্দ আছে তা ব্যবহারের মধ্য দিয়ে জ্ঞানকে জাগিয়ে তুলে জ্ঞানের প্রবাহকে মুক্ত করা উচিত, তবেই আমাদের লক্ষ্য বড় জ্ঞানের দিকে ধারিত হবে। আমাদের ঘরের কোনের পাঠাগারটির আয়োতন বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি এক কথায় আধুনিকায়ন হবে সেই সাথে আমাদের মাঝে যুক্ত হবে আমাদের বই-মেলা, যা আমাদের ঘরের পাঠগারটিকে সমৃদ্ধ করে এর আয়োতন বাড়িয়ে দেয়।
বড় বিত্তশালি হয়েও যদি বলি ” ঘরে একটি পাঠাগার হইয়া যা -” আমার বিশ্বাস ‘ ঘরে ওমনি বা তৎক্ষানাৎ একটি পাঠাগার হইয়া যাইবে না ‘। পাঠাগার হঠাৎ করে তৈরী করা যায় না। বই বিক্রির জন্য ট্রাক ভর্তি করে বই কেনা চলে তবে ঘরে পাঠাগার তৈরির জন্য ট্রাক ভর্তি করে বই কেনা চলে না। একটি ধারাবাহিকতা ধরে পাঠক বই কিনেন সকল পাঠক একই ধরনের বই কিনেন না, বই কেনার ভাবনা অবশ্যই একটি বড় ভাবনা। যিনি রবীন্দ্র পাঠক তিনি রবীন্দ্র রচনা বলি কিনবেন, যিনি হুমায়ুন আহামেদের ভক্ত তিনি হুমায়ুন আহামেদের বই কিনবেন, যিনি কবিতা ভালো বাসেন তিনি কবিতার বই, যিনি ইসলাম ভালোবাসেন তিনি কিনবেন ইসলামের উপর নানান বই।
আমাদের সকল রকমের বইয়ের, আমাদের মনের চাহিদা পূরণের, উন্নত মন ও মননের বই সবই আছে আমাদের প্রাণের বই মেলায়- আমাদের মনের কোনে যে পাঠাগার, আমাদের ঘরের কোনে যে পাঠাগার সে পাঠাগারের প্রধান দরজা হোক আর বড় মাঠ হোক এ সবই হচ্ছে আমাদের বই-মেলা।
প্রয়োজনে আমাদের নিজের জমি খানি বিক্রি করে দিতে পারি, ঘরের পুরানো বই বিক্রি করে কে কত অর্থ পেয়েছেন !! পুরানো বইয়ের পাতাগুলি ওজন দরে বিক্রি হয় বলে অনেকে ঘরের পুরানো বই বিক্রি করে তবে ঐ পাল্লায় কখনও জ্ঞান বিক্রি চলে না।
সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তির মত আমরাও বলি , বই কিনি আমরা উদার হয়ে, বই কিনে কেউ দেউলিয়া হব না অন্ততঃ। আর যে পাঠাগার আমরা গড়ছি বা গড়তে চলেছি যে পাঠাগারটিকে আমরা যেন প্রানবন্ত রাখি, সজিব রাখি, জ্ঞানের পথকে যেন মুক্ত রাখি এই লক্ষ্যে আমাদের বই মেলা হোক প্রাণের, বই কেনার ভাবনা হোক সজিব আর বই কেনার অভিজ্ঞতা হোক পরিপক্ক।
রেটিং করুনঃ ,