চলার পথে পথে নানান কথা – ৭
চলার পথে ব্লগের একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি ” আমরা চোখে যা দেখি তা সঠিক দেখি না। ” তখন উদ্ধৃত বাক্যটি একটি অর্থহীন বাক্য মনে হয়।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে ” আমরা চোখে যা দেখি তা সঠিক দেখি না। ” তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বাণী হয়ে যায়, সাহিত্যে স্থান পায়।
ধরা যাক, জীবনের প্রথমে চোখ দিয়ে যে তরুনীটিকে দেখে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম কিন্তু কিছুদিন পরে বুঝা গেল চোখের সে দেখা সঠিক ছিল না, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে দেখা উচিত ছিল। বন্ধু রহমান রঙের ব্যবসায় করে তরতর করে উপরে উঠে যাচ্ছে, বিত্তবান হয়ে যাচ্ছে। বন্ধু রহমানের মত অর্থবান হওয়ার জন্য রঙের ব্যবসায় পা বাড়ানোর পরে শুধু চোখে লোকসানই দেখা গেল, এখানে চোখের দেখা ভুল ছিল, রঙের ব্যবসায়টা অভিজ্ঞতার চোখ দিয়ে দেখা হয় নাই।
জামান সাহেব আমাদের পাড়ায় বেশ নামি দামী ও উচ্চ শিক্ষিত বলেই মনে হয়েছে, দান খয়রাতে বেশ নাম ছিল কিন্তু যেদিন তাকে পুলিশ গাড়িতে করে নিয়ে গেল, দিনের পর দিন তার সম্পর্কে পত্রিকায় যে সমস্ত তথ্যমূলক খবর ছাপানো হলো তাতে মনে হলো চোখের দেখায় এতোদিন আমরা তাকে সঠিক ভাবে দেখি নাই।
রেটিং করুনঃ ,