কথা ছিল আরও একবার দেখা হবে !
চির চেনা সেই বৃক্ষ তলে।
আজও সে বৃক্ষ ভরে উঠে ফলে ফলে।।
দেখা হয় না আর সেই কত যুগ যে হল!
যুগ পাল্টিয়েছে, তুমিও কি পাল্টিয়েছো তবে!
কথাটি আর ভাবা হয় নি, কখনও কবে !
এমন ভাবনার মত তুমি নও কখনও, কোনদিন।
তুমি আছো, সেই দিনের কথার মত অবিকল
স্বচ্ছ, উজ্বল, আলোকিত ঝলমল।।
তোমার আসা হবে চির চেনা সেই বৃক্ষ তলে,
আরও কয়েকটা যুগ পেরিয়ে গেলেও বৃক্ষটাও দাঁড়িয়ে থাকবে
আমাদের দেখা হওয়ার সেই জায়গাটির নক্সা আঁকবে।।
আমিও হয় তো জানি কত শত বাসনায়,
তোমারও কাটে প্রতিক্ষার দিন
আবারও হবে দেখা- এই আশাটুকুই সত্য ও স্বাধীন।।
রেটিং করুনঃ ,