পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন পর আজ মঙ্গলবার আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে সর্বশেষ গত শনিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন রোববার তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের এই জনপদে তাপমাত্রা ওঠানামা করলেও এখানে চার দিন ধরে রাতভর ঠান্ডা বাতাস বইছে। এদিকে সকাল ১০টা থেকে বেলা ১১টার পর সূর্যের আলোর দেখা মিললেও বাতাসের সঙ্গে পেরে উঠছে না রোদের তীব্রতা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ার আকাশে হালকা মেঘ রয়েছে। এ ছাড়া আকাশের উপরিভাগ ঘন কুয়াশা আর জলীয় বাষ্পে ঢাকা থাকায় সূর্যের আলো দেরিতে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে। সেই সঙ্গে সাইবেরিয়ান ভারী শীতল বাতাস সরাসরি তেঁতুলিয়ায় ঢুকে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ জানুয়ারী ০৪, ২০২২
রেটিং করুনঃ ,