বেশ আশা ছিল আক্ষেপের কথাগুলি আর লিখব না; কেউ না কেউ খোঁচা দিয়ে উঠবেই কিছু বলার জন্যে। পণ করেছি যতই চাপ আসুক যতই গুম ভীতি। না, কখনই আক্ষেপের কথাগুলি বলব না, লিখব না, তাতে বরং পরাজয় হবে, যদিও জয়ী হতে চাই নি জীবনে।
কি এমন চেয়েছি জীবনে ! যা আক্ষেপের আকারে লিখে যেতে হবে ! দুঃখ, কষ্ট, যাতনা, দাহ এসব তো জীবনে থাকবেই আক্ষেপের বিনিময়ে সুখ, আনন্দ, ভোগ, শান্তি কি কখনও দেখা দেয় !
জীবনের যত আক্ষেপ ! তা না লিখে – বরং লিখি, সব আগুন জ্বলার পরে নিভে যায়, অন্তরে আগুন জ্বলে উঠে আশাটুকু নিভে যাওয়ার পরে।
তারিখ: মে ২৯, ২০১৮
রেটিং করুনঃ ,