যখন তুমি আছো জগৎ জুড়ে থাকো,
নানান রঙে নানান ছবি আঁকো।
ক্ষুদ্র ক্ষণ না দেখায় মন থরো থর,
অচমকা সব ভাবনা করে শুধু ভর।
সদা চাই তাই, থাকো সম্মুখে দাঁড়িয়ে,
হৃদয় দিয়েছি খুলে থাকি সদা হাত বাড়িয়ে।
যে প্রশান্তি মিলে দিনমান হেঁটে সমুদ্র তটে
তার থেকেও অধিক যদি তুমি মনন পটে।
ক্ষণিকের তরে আড়ালে যেও না, শুধু সম্মুখে
চাওয়ার কিছু থাকে না আর যদি পড়ি করুণ দুঃখে।
কে তোমাকে আড়াল করে, আড়াল যে ভয়ানক বিষ
বিষ থেকে দূরে থেকো, চারিদিকে শকুনে গিজগিজ।
তারিখ: জুলাই: ০৫, ২০১৮(শ)
রেটিং করুনঃ ,