মনের আড়ার করতে চাইলেও কি আড়াল করা যায়
ববং চোখের আড়াল করা যায়।
আড়াল করতে পারি নি তাই।
চোখের আড়ালও করতে চাই নি
চোখের পাতা খোলা বন্দের পালায়
প্রতিটি ক্ষণ সাথে সাথে থাকা
বাস্তবে কল্পনায় নানান ছবি আঁকা
বিচ্ছেদে মানুষ যেন কাঁটা না পড়ে
এ বাসনা সকল সময়ে!
বুঝেছি অক্ষরে অক্ষরে
যখনই ভাবনায় এসেছে আড়ালের কথা।
আড়াল হয়ে না, চোখে চোখে থেকো।
চোখের পাতায় মণিতে থেকো
মনে থেকো, অন্তরে থেকো
হৃদয়ের অনেক গভীরে থেকো।
সকলটি সময়ে থেকো।
অনুভবে, শিহরণে থেকো।
অস্তিত্বে থেকো জনমে জনমে।
তারিখ: জানুয়ারী ০৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,