আজ শ্রাবণের শেষের দিনে
তুমি মেঘ হয়ে দেখা দিলে,
ঝড় ঝড় ধারায়, কাছে এলে।
হাত বাড়াতেই বৃষ্টির ফোটাতে
বৃষ্টির হাতে হাত ছোঁয়ালে।
আজ শ্রাবণের শেষের দিনে
সূর্য্যকে আড়াল করে
আলোকে আধার করে এসে
বলে গেলে হেসে হেসে
বলতো কে আমি !!
স্মৃতি ঘরের মেয়ে তুমি
কড়া পাহাড়ায় প্রাচীরে ঘেরা থেকে,
এত কাল পরে মেঘ হয়ে
বৃষ্টির ফোটাতে এসে
শ্রাবণের ধারায় মিশে
কি করে বলি তোমায় !!
তুমি তো “সেই শ্রাবণ, স্মৃতি ঘরের মেয়ে ”
অঝড়ে ঝড়েছো নিজে!
অঝড়ে ঝড়িয়েছো কাকে !!
বলতো আমি কে ! কথাটা বলেই
নাচের তালে সর্ব নাচন করা
সারা অঙ্গে, নানান ঢঙ্গে
ছন্দ শিকাড়ি হয়ে
খোলা চুলে, খালি পায়ে
অঙ্গে ভিজে নেচে নেচে
শ্রাবণ হয়ে কত কাছে এলে !!
আজ শ্রাবণের শেষের দিনে
ক্ষণিক ক্ষণের দেখা দিয়ে
হয়তো পরের বছর, আবার
কোন শ্রাবণের দিনে দেখা হবে।
দেখা হবে বৃষ্টির ফোটায়
হয়তো মেঘ হয়ে থৈ থৈ পানিতে
মাঠে, দীঘিতে, নদীতে।
আবার আসিবে,
বসে থেকে যাব এই আশায়।
স্মৃতি ঘরের মেয়ে, আজ তোমাকে
তারিখ : ১৪ আগষ্ট ২০১৪
রেটিং করুনঃ ,