আজ চৈত্রের শেষ দিনের প্রথম সকালে
তোমাকে খুজেছি শুষ্ক পাতায় পাতায়
যদি আসো পৌষের শিশির বিন্দুর মত
হয়তো এসেছিলে অজানার মত শিশির বিন্দুতে
অথবা মিশে আছো আমারই স্মৃতির সিন্ধুতে।
গেছে দিন, গেছে মাস, গেছে চলে কয়েক যুগ
সবই গিয়েছে, সবই ফুরিয়েছে, শুধু ভরেছে স্মুতির সিন্দুক।
চৈত্রের শেষ দিনের সাঁঝের বেলায় আসি
বুঝি নি কখন গড়িয়েছে বেলা, কখন এসেছে সন্ধ্যা
কখন ফুটেছে, কখন ঝরেছে কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, রজনীগন্ধা !
আদরের শিশুকে কে রেখে যেতে চায়
প্রিয় ফুল কে বা ঝরাতে চায় !
তবুও ছেড়ে যেতে হয়, বাসনা ঝরাতে হয়।
চৈত্রের শেষ দিনের সূর্য অস্ত গেল
আরও একটি বছরের বিদায়ে
তবুও নুতন হলো পুরাতন স্মৃতি মিলায়ে
বিদায় স্মৃতি মালায় তুমি বিদায় বছরের মত
গভীর আবেগে এসো বিচিত্র এই সব দিনে অবিরত।
আবার যদি কখনও কোথাও দেখা হয় !
নুতন বছরে, কোন দিনে কোন ক্ষণে !
চিনে নিও তবে তোমার প্রসারিত নয়নে।
রেটিং করুনঃ ,