বনের হরিনী হয়ে আসো নি, এসেছো মনে চঞ্চলা হরিনী হয়ে
এ আসা যেন মহা উৎসবে, ধুমধাম মুখোরিত মহা বিজয়ে।
আজ আমার তাই চলা বকের শুভ্র পালকে
মিশে আছি খুব সকালের প্রথম আলোকে।
আছি আমি শান্ত ঢেউয়ে, শিকারী পাখির মাছ ধরার ক্ষণে
মধ্য দুপুরে পাতায় পাতায় আলো ছায়া মাখা গহীন বনে
ভরা দীঘিতে নির্ভয়ে হাঁসের সাঁতার কাটায়
আছি আমি শিশুর একা একা ধপ থপ হাঁটায়।
পাহাড় গায়ে যে ফুল ফোটে নাম যার অজানা
আছি আমি সেই ফুলের রঙে পাপড়ি টানা টানা।
অলস সময়ে দুধ শিশুকে মায়ের চুমু আদরে
আছি আমি পথিকের শীতল ছায়ায় তপ্ত দুপুরে
কখনও যদি মনে শূণ্যতা ছিল আজ তা অতীত
হৃদে আজ গেঁথে দিয়েছো শক্ত বাঁধনের ভিত।
নাই ভয়, নাই ক্ষয়, নাই আজ কিছু হারাবার
জানিয়াছি শতকের পর শতক তুমি শুধু আমার।
আমার মনে- আমার চঞ্চলা হরিনী, যতদিন তোমার বাস
পৃথিবী পরে তত দিন বয়ে যাবে শুভ্র আলো, মৃদু বাতাস।।
তারিখঃ মে ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,