আগামী বছরের শেষ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার হামলা চলতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। খবর বিবিসির
ইউক্রেনে রাশিয়া বোমা হামলা আগামী বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে, এমন গোয়েন্দা তথ্যের সঙ্গে বরিস জনসন একমত কি না, তা সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, এমনটি হওয়ার ‘বাস্তব’ শঙ্কা রয়েছে।
এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংঘাতিক গড়বড় করে ফেলেছেন। এ কারণে তিনি রাজনৈতিকভাবে চাপে রয়েছেন। পুতিন এখন একটাই করতে পারেন, তা হলো ইউক্রেনীয়দের দমনে তাঁর ভয়ংকর ও নিপীড়নমূলক পদ্ধতি ব্যবহারের চেষ্টা।
সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নিয়েও কথা বলেছেন জনসন। তিনি বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে যা ঘটেছে, সে বিষয়ে ‘খুবই কঠোর’ মোদি। বুচায় বেসামরিক লোকজনের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে।
ভারত শান্তির পক্ষে উল্লেখ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহার চায়। আর আমিও এই বিষয়ের সঙ্গে পুরোপুরি একমত।’
এদিকে কিয়েভে আগামী সপ্তাহে ব্রিটিশ দূতাবাস আবার চালু করা হবে বলে জানিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, রুশ বাহিনীকে প্রতিরোধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির মানুষের ‘অসাধারণ দৃঢ়তা ও সাফল্য’-এর অর্থ হলো, যুক্তরাজ্য দূতাবাস খোলার পদক্ষেপ নিতে পারে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: এপ্রিল ২২, ২০২২
রেটিং করুনঃ ,