আমাদের অনেকের একটি ভালো লেখার জায়গার দরকার, এমন প্রয়োজনীয়তা অনুভব করে আসছিল বহু বছর ধরেই, প্রায় এক দশক আগে বাংলা ব্লগ এ দেশে নিয়ে আসে এক অবিশ্বাস্য রকমের একটি সফলতার একটি ধারা। যেখানে সন্মানিত নবীন লেখক ও কবি বৃন্দ লিখতেন এখনও লিখেন কিন্তু বর্তমানের গবেষনা, পর্যবেক্ষণ, কৌশল, ফলাফল সবই বলে ব্লগের জনপ্রিয়তা হ্রাস , অনেকের ভাষ্য মতে সামগ্রিক ভাবে ব্লগ বিশ্বে ভালো ফলাফল আনতে পারছে না, ব্লগারের নিন্ম মুখি সূচক, তাই কৌশল বদল, মানুষ এখন ছুটে চলেছে নিত্য নতুন প্রযুক্তির দিকে বিশেষ করে মানুষ ঝুঁকে পড়ছে ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির দিকে, যেখানে সুবিধার পরিমান অনেক বেশি ব্লগের তুলনায়। এমন পেক্ষাপটে শুরু হয়েছে কিছু জনপ্রিয় ব্লগের সদর দরজা বন্দের প্রক্রিয়া ও সেই সাথে নূতন ব্লগের দরজা খোলা, আমাদের চাওয়া ব্লগের স্থায়ীত্বতা বা দীর্ঘদিন টিকে থাকার ভিত্তি।
আমরা ব্লগে লেখক হয়ে লিখি ও পাঠক হয়ে পড়ি। লেখকের লেখার কথা আজ বাদ রাখলাম। ব্লগকে নিজের কাছে একটি জ্ঞানের চলমান নদী মনে হয়। যদি শুধুই পাঠক হয়ে পড়ি তবে এই ব্লগ থেকে অনেক জ্ঞান আহরণ সম্ভব। আর সকল লেখকরাই এই জ্ঞান ভান্ডার গড়ার অংশীদার।
একই ভাবে পৃথিবীর অনেক বিষয়ের উপর পাঠক হতে গেলে পাঠের যে আনান্দ, জ্ঞান অর্জনের জন্য যে পাঠ তাতে ভাটা পড়ে, আমরা যারা সল্প মননের অধিকারী তাদের জন্য সীমিত বিষয়ের উপর পাঠক হওয়াটাই বড় একটা বিষয়। এতে করে জ্ঞান অর্জনের গতি কম হতে পারে, জ্ঞানী হওয়ার পথ কিছুটা বন্ধ হবে পারে, তবে অনেক সুখ পাওয়া যায় যেটাকে আমরা বলি প্রকাশের সুখ যদিও জ্ঞানের পথ ও সুখের পথ এক হওয়ার কথা নয়।
জ্ঞানী ব্যক্তি আর সুখী ব্যক্তি একই সমন্তরাল রেখা ধরে হাঁটেন না। আমরা যতই জ্ঞানী ব্যক্তি হই না কেন কখনও কখনও আমাদের সুখী ব্যক্তিও হওয়া প্রয়োজন যা লেখা-লেখির মধ্য থেকে অর্জন করা যায়, আবার কখনও কখনও লেখা-লেখি খুব কষ্টের ও বিরক্তিকরও।
কিন্তু আজ এটা অ-স্বীকার করার কোন অবকাশ নেই বাংলা ব্লগগুলিতে যেমন কমেছে ব্লগারের সংখ্যা, নিত্য দিনের পোষ্টের সংখ্যা আর লক্ষণীয় ভাবে কমেছে পাঠকের মন্তব্য। আমরা যারা এখনও ব্লগে লেখা-লেখি করি এটা আমাদের উপর নির্ভর করে আগামী দিনে ব্লগের ভবিষ্যৎ।
রেটিং করুনঃ ,
বাংলা ব্লগগুলি তুমুল জনপ্রিয়তা কমে যাওয়ার একটি কারণ এ হতে পারে, ব্লাগার নিয়ে মুলধারায় ব্যাপক আলোচনা, সমালোচনার পর ব্লগারের গায়ে এ ট্যাগ দিয়ে দেয়া হয়েছে যে, ব্লাগার মানেই নাস্তিক।
যা হোক অনেকে নেশা।কাটিয়ে অন্য মাধ্যমে যুক্ত হয়েছেন, আমরা বোধ হয় এখনও নেশা কাটাতে পারি নি, তাই এখনও আছি। হয়ত থাকব।
খুব প্রশংসিত মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মালেক ভাই, ব্লাগার মানেই………….কথটির একমত না হয়ে পারি না, ব্লাগার অর্থ নিয়ে একটি প্রায় বিকৃত রূপ তৈরী হওয়ার কারণে ব্লগের সূচক পতন। ব্লগকে ব্লগ না বলে ব্যক্তিগত ভাবে এটিকে লেখার মঞ্চ বলে থাকি আর যারা এই মঞ্চে লিখেন তাদেরকে লেখক বা কবি হিসাবেই সন্মোধন করে থাকি। আর বিরত থাকার চেষ্টা করি ব্লগ ও ব্লগার শব্দ দুইটি ব্যবহারে। তবে পুরো জাতি যখন সু-শিক্ষিত হবে তখন ব্লগ ও ব্লগার শব্দ দুইটি নিয়ে কোন সমস্যা থাকার আর কথা নয়।
লেখাটির শেষ লাইনে নিজেই লিখেছি “আমরা যারা এখনও ব্লগে লেখা-লেখি করি এটা আমাদের উপর নির্ভর করে আগামী দিনে ব্লগের ভবিষ্যৎ।” আসলেই আমরাই নির্ধারণ করতে পারি আগামী দিনে ব্লগের ভবিষ্যৎ যদিও তা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিষয়, লেখক হারিয়েছে যেমন সত্য তেমনি আবার অনেক ভালো ভালো লেখক ফিরে আসবে আগামীকালেই।
আজও বিশ্বাস হয় মন্তব্যের কলামে আলোচনার ঝড় উঠলেই, মন্তব্য কলামে মন্তব্যের সংখ্যা বেশি হলেই আগামী দিনে ব্লগের ভবিষ্যৎ আবারও উজ্জ্বল, যতটুকু বুঝি নবীন প্রবীণ সব লেখকই তার লেখার মূল্যায়ন চায়, আর ভালো মূল্যায়ন পেলে সে ক্রমাগত ভাবে লিখে যাবে।
প্রাণ-বন্ত মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মালেক ভাই, আপনার প্ররিশ্রম আমাদেরকে লেখাবে আশা রাখি।
হাইহ্যালো।
আপনার প্রতি রইল লাল গোলাপ শুভেচ্ছা
আপনি চমৎকার বিষয় উপস্থাপনা করেছেন। আপনি বলেছেন…..
জ্ঞানী ব্যক্তি আর সুখী ব্যক্তি একই সমন্তরাল রেখা ধরে হাঁটেন না। আমরা যতই জ্ঞানী ব্যক্তি হই না কেন কখনও কখনও আমাদের সুখী ব্যক্তিও হওয়া প্রয়োজন যা লেখা-লেখির মধ্য থেকে অর্জন করা যায়, আবার কখনও কখনও লেখা-লেখি খুব কষ্টের ও বিরক্তিকরও।
আমি ব্লগিং করতে এসেছিলাম একটু মজা করতে, এসে দেখি অনেক জ্ঞানী জ্ঞানী পোষ্ট। আর পাঠকও তেমন নাই। মনের মত রসিক না পেলে রস করে কি স্বাদ। তাই আমার প্রিয় বিষয় বিজ্ঞানকে বেছে নিলাম। এখানে লেখক খুবই কম, পোষ্ট আসে না, তাই পোষ্ট তৈরি করছি আর পোষ্ট দিচ্ছি।
ব্লগকে একটা বিশেষ রূপ দেয়া যায়, কবিতা বা সাহিত্য, বিজ্ঞান ব্লগ, ধর্মীয় ব্লগ, আবার পাচমিশালী ব্লগও আছে। সামু বাংলায় প্রথম ব্লগ আর এর চরিত্র পাচমিশালী, এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়, বহু লেখক পাঠকের সমাবেশ ওখানে।
আশা করি আপনি আলোচনায় আসবেন।
আল্লাহ হাফেজ।
অসাধারণ মন্তব্য !
আমি ব্লগিং করতে এসেছিলাম একটু মজা করতে, এসে দেখি অনেক জ্ঞানী জ্ঞানী পোষ্ট। আর পাঠকও তেমন নাই। মনের মত রসিক না পেলে রস করে কি স্বাদ। তাই আমার প্রিয় বিষয় বিজ্ঞানকে বেছে নিলাম। এখানে লেখক খুবই কম, পোষ্ট আসে না, তাই পোষ্ট তৈরি করছি আর পোষ্ট দিচ্ছি।
খুব অল্প কথায় মনের কথাগুলি প্রকাশ করে ফেলেছেন, আপনার সাথে পুরোপুরি একমত এই বিষয়ে যে লিখালিখি এর মঞ্চে অনেক জ্ঞানী জ্ঞানী পোষ্ট আছে তেমনি আবার পাঠকও তেমন নেই তবে আপনার আমার এবং আমাদের সহযোগীতায় এখানেও অনেক পাঠক সমাবেশ হবে, তবে তার আগে মন্তব্য কলাম চাই বন্যার পানির মত থৈ থৈ রূপে পরিপূর্ণ তবে হবে একে অপরের সাথে সখ্যতা, বন্ধুত্ব আর লেখায় ও মনের মিল আর এমনটা যদি হয় তখন দেখবেন আপনিও লিখে যাচ্ছে আর আমিও লিখে যাচ্ছি মনের আনান্দে আর সেটা বিজ্ঞান লেখা হোক আর সাহিত্য লেখা হোক অবশ্যই হবে মান সন্মত লেখা।
প্রাণ-বন্ত মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ, লেখালেখিতে সময় দেওয়া আর আপনার প্ররিশ্রম আমাদেরকে লেখাবে আশা রাখি। সুখি হবেন আমাদেরকেও সুখি করবেন লিখে ও মন্তব্যে।
খুব সাধারণ একটি লেখা “লিখালিখি” তে নির্বাচিত পোষ্ট হিসাবে মনোনিত করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ – এই ধরণের পদক্ষেপে লেখকরা উৎসাহিত হন।
নিজে ব্লগে লিখি। বাস!
পাঠক চাই। লেখতে চাই। পড়তে চাই। পড়াতে চাই। জানতে চাই। জানাতে চাই।
ফেসবুকে শান্তি কই!
অন লাইনে এত সমাগম, প্রিন্ট মিডিয়া কি হারিয়ে গেছে।
টি২০ হিট বলে কি ওয়ানডে, টেস্ট হারিয়ে গেছে!!!
ব্লগে লিখতে ভাল লাগে, লিখি। পড়তে ভাল লাগে, পড়ি।
খুব অল্প কথায় ব্লগের ভবিষৎ নিয়ে বড় বিশ্লেষন চলে এসেছে নিচের কথাগুলিতে।
” পাঠক চাই। লেখতে চাই। পড়তে চাই। পড়াতে চাই। জানতে চাই। জানাতে চাই।
ফেসবুকে শান্তি কই!”
বেশ দৃঢ়তার সাথে বলা যায় ব্লগের ভবিষৎ অনেক উজ্বল। গুরুত্ব পূর্ণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আশা রাখি আমরাই আগামীকালের ব্লগকে সচল রাখব।
আপনার সাথে আমিও অনেক আশাবাদি। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।
আশা করি সৃজনশীল এই ক্ষেত্রটি থাকবে আরো অনেক দিন। যারা এই মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও সময় দেবেন। ভালো কিছু সুন্দর কিছু চর্চা হবে।
ভাল থাকবেন।
প্রতিটি সৃজনশীল কাজের সাফল্য আসতে সময় লাগে
লাগে আন্তরিকতা, দায়ীত্ববোধ, আর বিচার বিচক্ষনতা; আর
ব্লগের মতো কোন প্ল্যাটফ্রম কে দাড় করতে সব কিছুর সাথে আরেকটি প্রয়োজনীয় কাজ হচ্ছে
নতুন ব্লগার সৃষ্টি করা, শুধু নিবন্ধন বাড়ালে তা সম্ভব নয়
দরকার প্রোএক্টিভ ইউজার
শুভ কামনা