আকাশের পানে চেয়ে থেকে কি বা লাভ বলো!
বরং হাতে হাত রেখে কিছুটা এগিয়ে যাই চলো।
হৃদয়ে তোমার সুখের খনি এইটুকু যে জানি
সুখের সম্ভার, সৌন্দর্যের ভান্ডার এটুকুও বেশ মানি।।
সুখের মাঝে কি থাকে কোন ফাঁকে বেদনা অশ্রু ছলো ছলো !
আকাশের পানে চেয়ে থেকে কি বা লাভ বলো!
যদি থাকে থাক, এমনি যদি হয় জীবনের বাঁক
মেনে নিয়ে হই আকাশে উড়ে শান্তি পায়রা ঝাক।
বৃথা অভিমান, বৃথা হিসাবে টান, ক্ষুদ্র সময় স্রোতে
হেসে খেলে কেটে যাক দিন, ঋণহীন, সন্ধ্যা সকাল হতে।
নিবিড়ে কাটুক একসাথে শান্ত নদী স্রোতে কলোকলো
আকাশের পানে চেয়ে থেকে কি বা লাভ বলো!
তারিখঃ মার্চ ২৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,