অনন্ত আকাশে যা ধারণ করে
তাই ধারণ করে আছো অবাক বিশ্ময়ে !
বিশাল বিশ্ময়ের সম্ভার নিয়ে অন্তত যাত্রার পথে
অন্তর অনুভবে গড়মিল যত উদ্ধভ্রান্ততা!
জটিল রহস্যের অন্তরালে জোড়ালো ভূমিকা।
বিশ্মিত বরংবার প্রতি ক্ষণে
ভালোলাগা আর আবেগ অবশেষে
আকর্ষণে রূপ নিয়ে মহাকাশে যে আকর্ষণে ভূমিকা
তাই দেখি, অনুভবে তোমার মাঝে। প্রচন্ড আকর্ষণ চক্র।
একটি মহাকাশ কি ভাবে ধারণ হয় তোমার মাঝে!
বিশ্মিত হয়েছি বরংবার তা ভেবে,
যখন প্রচন্ড আকর্ষণ চক্রাকারে তখন দেখি
বিশাল এক দূরত্বের রচনা আজ!
এতো ব্যবধান এতো শূণ্যতা কি করে
দূর করি!
কি করে তোমার অন্তরে প্রত্যাশা একটুকু ঠাঁইয়ের
যেখানে দাহ তৃষ্ণা, বিবর্ণতা থাকে না
থাকে শুধু উচ্ছ্বাস, শান্ত শান্তি, সুখের পরশের বাগিচা।
কত কাল কত শতক ঘূর্ণামান হলে
অবশেষে স্থির হয়ে
তোমার অন্তরে পাব ঠাঁই!
কোমল পরশে। কর্কশ রুক্ষতার বদলে
প্রশান্ত সুখে বাকি সময়ে।
তারিখঃ নভেম্বর ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,