যারা দেখতে আকর্ষণীয় তারা যুগে যুগে অন্যদের সুনজর পেয়েছেন। বহু গবেষণায় এর প্রমাণ মিলেছে। এই মনস্তত্ত্বের কারণে পণ্যের প্রচারে সুন্দরী নারী বা সুদর্শন পুরুষ মডেল ব্যবহার করা হয়। আবার এ ধরনের মানুষরা বিশেষ গুণের বিকাশ ঘটিয়ে সহজেই নেতৃত্ব নিতে পারেন বা হতে পারেন ধনী। যারা অন্যদের মধ্যে দারুণ আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে ওঠে, তাদের মধ্যে বেশ কিছু গুণের সমাবেশ দেখা যায়। সচেতনরা এ বিষয়ের চর্চা করে নিজেদের সম্পূর্ণ আলাদা করে নেন। জেনে নিন সেই মানুষদের ৯টি বিশেষ বৈশিষ্ট্যের কথা।
১. তারা প্রচুর হাসেন। হাসি মুখ তাদের আকর্ষণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। তারা যেমন চ্যালেঞ্জ নেন, তেমনটাই সফলতা উপভোগ করেন। জীবনের প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করতে চান এবং সব সময় সুখের হাসি তাদের মুখে লেগেই থাকে।
২. রুচিশীল ও ভালো পোশাক পরতে বেশি অর্থের প্রয়োজন হয় না। এর জন্যে জরুরি সুরুচি। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী সব সময় পোশাক নির্বাচনে সবার চেয়ে এগিয়ে। সঠিক পরিবেশে সঠিক পোশাক পরতে দেখা যায় তাদের।
৩. কথা বলার ক্ষেত্রে তারা খুব সচেতন। মুখ গলে কি বের হয়ে আসছে তার বিষয়ে মনোযোগী হয়ে থাকেন। একটি কক্ষের সবার চেয়ে স্মার্ট হতে হবে তেমন কোনো কথা নেই। তাই ফালতু কথা তাদের মুখ দিয়ে সচরাচর বেরোয় না।
৪. দৈহিক সৌন্দর্য ধরে রাখার বিষয়েও তারা সচেতন। কি খাচ্ছেন এবং এতে কি উপকার বা অপকার হবে, তা নিয়ে এ ধরনের মানুষের নানা আয়োজন থাকে।
৫. তারা সবচেয়ে ভালো শ্রোতা। অন্যের মুখ থেকে যা বেরোচ্ছে তা মনোযোগ দিয়ে শোনেন। আর ভালো শ্রোতাদের প্রতি সব বক্তারই কৃতজ্ঞতাবোধ কাজ করে।
৬. শেখার সুযোগ নষ্ট করেন না তারা। এসব শিক্ষা নতুন গুণ অর্জনে সহায়ক হয়ে ওঠে। একটি বিষয় শিখতে প্রয়োজনে বহু সময় ব্যয় করেন তারা।
৭. নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন তারা। আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষরা স্বাস্থ্যবান থাকার চেষ্টা করতে থাকেন। এদের তারা আরো বেশি আকর্ষণ ছড়ান।
৮. এরা অন্যের প্রতিও খেয়াল রাখেন, স্বার্থপরতাকে এড়িয়ে চলেন।
৯. নিজের আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন তারা। তাই এটি ছড়িয়ে দেওয়ার প্রতিও ক্রিয়াশীল হয়ে ওঠেন। এমনিতেই তাদের উপস্থিতিতে চারদিক আলোকিত হয়ে ওঠে। তার ওপর অন্তরের আলো নিজেরাও ছড়িয়ে
– See more at: http://www.kalerkantho.com/online/lifestyle/2015/05/31/228270#sthash.ANg7cUEh.dpuf
রেটিং করুনঃ ,