যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে। আইনশৃঙ্খলাকে দুর্বল করার চেষ্টা করছে।
৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্ট পর বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।
প্রেসসচিব আরো বলেন, তারা (আওয়ামী লীগ) অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে। এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে তারা এখনো প্রাইম মিনিস্টার বলছে। এগুলো আমরা দেখছি। আমাদের কড়া বার্তা, যারা এসব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন, রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে।
সহকারী প্রেস সেক্রেটারি সুচিশ্মিতা তিথি বলেন, এবার শান্তিপূর্ণভাবে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুটি মণ্ডপে দুজন নারী পৌরহিত্য করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরেকজন নারী পৌরহিত্য করেছেন। এটা খুবই ভাল খবর। জগন্নাথ হলে এবার সর্বোচ্চ ৭৪টি স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র:সমকাল।
তারিখ: ফেব্রুয়ারী ০৩, ২০২৫
রেটিং করুনঃ ,