অতীত যখন হয় হারা সব কথা যায় ফুরায়ে-
কথা দেওয়া, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা সব যায় পুড়ায়ে।
আকাশ বাতাস স্বাক্ষী রেখে যে পরীক্ষা !
সেই তোমার হৃদয় সিন্দুকে রাখা প্রতিজ্ঞা!
উড়ছে আজ সবে বাষ্পের মত
প্রতিক্ষণ, অবিরত।
ঘুম ভাঙ্গানীয়া তোমার আর আসে না বরং –
প্রথম রাতে ঘুমে কাতর মিশায়ে স্বপ্নের রঙ;
অজানা সুরে দূরের কোন আর বাঁশির সুর
চকিত করে না, শিহরণে হয় না মন ভরপুর।
শুধু আমার প্রতিজ্ঞা মিশেছে রাতের তারায়
যাকে তুমি দেখ না দিনে যে হারায়।
আলো দিয়ে যা হয় না দেখা, সেই আমি
আলোর বিচারে তাই আজ আঁধারের আসামী।
আলো কখনো রাখে না আঁধারের খবর
তবুও আলোর মাঝে আছে আঁধারের কন্ঠস্বর।
তারিখঃ ৭ ডিসেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,