একটি কথা বলব বলে-
অপেক্ষায় ছিলাম বহু কাল,
এ কথাটি তোমার জানা ছিল বেশ,
আমি মাঝে মাঝে লিখি –
আর লেখাগুলিকে কখনও
আমি লেখা বলি নি,
যেমন ধর, গল্প, কবিতা, প্রবন্ধ বা ছড়া।
ও গুলিকে অ-লেখা বলেছি এতো কাল।
কারণটা তোমার জানা-
কেননা, আমার লেখা কখনও তুমি পড় নি।
তাই ভাবছি আমার লেখা গুলি
অ-লেখা হয়ে থাক চির দিন।
হাজার কাব্য হয়তো লেখা হল।
হা্জার কবিতা হয়তো লেখা হল,
সে লেখার মূল্য কি বল !!
যদি তুমি না পড় কোন দিন !
লেখার একটি হাত পেয়েছি
বড় সখ ছিল
তোমার হাতের ছোঁয়ায়
যদি সে লেখা হত
তবে তা হত দিল-
নরম মন, ঘর আলোতে সাজা বউ
মুঘোলদের বাগিচা
নরম আলোতে রাত সাজে যেমন পূর্ণীমার আলোতে।
থাক; যে কথা হয় নি বলা ,
সে কথা থাক, মনের অনেক গভীরে।
অথবা জাতীয় সংগীতের মত –
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
তারিখ: জুলাই ২৭, ২০১৩
রেটিং করুনঃ ,